বুধবার ভারতীয় সময় ভোর ৩টে ২৭ মিনিট নাগাদ ইলন মাস্কের স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুল সুনীতাদের নিয়ে আটলান্টিকে নেমেছে মহাকাশযান। তাঁদের সঙ্গে একই মহাকাশযানে ফিরেছেন নাসার নিক হগ এবং রুশ নভশ্চর আলেকজান্ডার গর্বুনভ। তবে কেউই এখনই বাড়ি যেতে পারবেন না। থাকতে হবে কোয়ারেন্টিনে। আসলে দীর্ঘদিন মহাকাশে থাকার কারণে শারীরিক নানা জটিলতার সৃষ্টি হয় মহাকাশচারীদের। সুনীতারাও ব্যতিক্রম নন। তাই এতদিন মহাকাশে থাকার কারণে পৃথিবীর বায়ুমণ্ডলের সঙ্গে সামঞ্জস্য রাখতে পারবেন না তাঁরা।