আমেরিকার হামলার পর ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়েই ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা হয় মোদির৷ কূটনৈতিক পথেই উত্তেজনা প্রশমনের বার্তা দেন প্রধানমন্ত্রী৷ প্রসঙ্গত, ইরান, ইজরায়েল, আমেরকা- যুযুধান তিনটি দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক অত্যন্ত ভাল৷ ফলে ভারসাম্য বজায় রেখেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে সাবধানে পা ফেলতে হচ্ছে৷