Iran Israel War : ইরানের পরমাণু কেন্দ্র কে ঘিরে মধ্যপ্রাচ্যে যুদ্ধের ডামাডোল। ইরান এবং ইজরাইলের মিসাইল, ড্রোন হামলা পাল্টা হামলায় কার্যত ভয়ের পরিস্থিতি। পশ্চিম এশিয়ার এই যুদ্ধের তাপে উত্তাপ বাড়ছে বিশ্বে। ট্রাম্পের হুংকার, পুতিন এবং জিংপিং এর নীরবতা এই যুদ্ধকে কোথায় নিয়ে দাঁড় করাবে , তাই নিয়ে শঙ্কিত বিশেষজ্ঞ মহল। ইরানের পরমাণু ঘাটিকে উদ্দেশ্য করে ইজরায়েলের মিসাইল হানা নতুন এক যুদ্ধের জন্ম দিয়েছে। ইজরায়েলের দাবি এবং উপগ্রহ চিত্রকে নস্যাৎ করে ইরান ঘোষণা করেছে তাদের পরমাণু ঘাঁটিতে বিশেষ কোনো ক্ষতি হয়নি। পাহাড় এবং পাথরের গভীরে লোকানো ইরানের পরমাণু জগত। শোনা যায় ইজরাইলের কাছে ততটা শক্তিশালী ক্ষেপণাস্ত্র নেই যা পাহাড় এবং পাথর ডিঙিয়ে ইরানের পরমাণু কেন্দ্রকে আঘাত করতে পারে।