
পোস্তায় চুরির ঘটনায় বড়বাজার থেকে গ্রেফতার টেলিভিশন অভিনেত্রী রূপা দত্ত। তাঁকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ৷ সূত্রের খবর, গত ১৫ অক্টোবর পোস্তা থানার অধীনে আদি বাঁশতলা লেনে কেনাকাটার সময় এক মহিলার ব্যাগ থেকে প্রায় ২০ গ্রামের মঙ্গলসূত্র, ২১ গ্রামের একটি সোনার চেন , দুটি সোনার বালা এবং নগদ ৪,০০০ টাকা চুরি যায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং` সিসিটিভি ফুটেজ ও সূত্রের তথ্যের ভিত্তিতে অভিনেত্রী রূপা দত্তকে গতকাল, বৃহস্পতিবার রাতে বড়বাজার নন্দরাম মার্কেটের কাছে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর আগেও এরকম ধরনের ঘটনা ঘটিয়েছেন তিনি । সিরিয়াল, সিনেমায় চুরির ঘটনা বা চোরের ভূমিকায় তো প্রায়শই দেখা যায় অভিনেতা-অভিনেত্রীদের ৷ কিন্তু বাস্তবে যদি এমন ঘটনা ঘটে, তাও আবার তিনি যদি অভিনেত্রী হন ৷ ২০২২ সালে কলকাতা বইমেলাতেও এমনই ঘটনা ঘটান এই অভিনেত্রী ৷ পকেটমারির অভিযোগে বইমেলা থেকে গ্রেফতার করা হয়েছিল তাঁকে ৷দেখুন বাংলা নিউজ ভিডিও (watch bangla news video)৷
Last Updated: Oct 31, 2025, 14:58 ISTelectoralsearch.eci.gov.in -এ ক্লিক করলেই দেখা যাবে ভোটারের নাম। SIR তালিকায় কীভাবে খুঁজবেন নিজের, পরিবারের সকলের নাম? CEO দফতরের ওয়েবসাইটে ইতিমধ্যেই বাদ যাওয়া নামের তালিকা প্রকাশ পেয়েছে। ওয়েবসাইটে লগ ইন করলেই দেখা যাচ্ছে বাতিল ভোটারদের নাম। ওয়েবসাইটে ক্লিক করে ডাউনলোড করা যাচ্ছে বাদ যাওয়া নামের তালিকা। কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রায় ৫৮ লক্ষ ২০ হাজার মানুষের নাম বাদ গিয়েছে তালিকা থেকে।
Last Updated: Dec 16, 2025, 17:31 ISTমঙ্গলবার কংগ্রেস সাংসদ ভামসি গাদ্দাম 'RG' লেখা একটি বিশেষ বাইকে সংসদে পৌঁছেছিলেন। তিনি বলেন যে তিনি সংসদে যে বাইকটি চালিয়ে গেছেন তা একটি বৈদ্যুতিক ব্যাটারি চালিত ক্যাফে রেসার-অনুপ্রাণিত বাইক যার নাম 'অ্যাটম বাইক'।
Last Updated: Dec 16, 2025, 16:21 ISTবহু দিনের প্রস্তুতি শেষে ফাইবারের বিশেষ প্রযুক্তিতে তৈরি এই বিশাল মূর্তিটি গভীর রাতে ক্রেনের মাধ্যমে স্থাপন করা হয় নির্দিষ্ট স্থানে। জানা গিয়েছে, শিল্পী মন্টি পালের উদ্যোগে নির্মিত হয়েছে এই অভূতপূর্ব মেসি মূর্তি
Last Updated: Dec 12, 2025, 00:00 ISTবরফের সাদা চাদরে ঢাকল রোহতাং, দেখুন ভিডিও
Last Updated: Dec 09, 2025, 20:18 ISTসেদিনই বিশ্বজয়ীর হাতে রাজ্য পুলিশের ডিএসপি পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি কমিশনারেটের DSP পদে নিযুক্ত করা হয়েছে রিচাকে৷ বুধবার তিনি পৌঁছে যান শিলিগুড়ি কমিশনারেটে। সেখানেই রিচার হাতে তুলে দেওয়া হয় পুলিশের উর্দি।
Last Updated: Dec 05, 2025, 00:22 IST