
পদ্মশ্রী সম্মানে সম্মানিত বিশিষ্ট তবলাবাদক পণ্ডিত কুমার বসু। সম্ভবতই পদ্ম সম্মান পেয়ে আপ্লুত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী। তবে কুমার বসু মনে করেন আচমকাই তিনি খবরটা পেলেন, এই সম্মান তিনি আশা করেননি। তিনি এই পুরস্কার তার গুরু, মা বাবা সকলকে উৎসর্গ করলেন। সেই সঙ্গে তাঁর স্ত্রীর অবদান স্বীকার করে নিলেন। যিনি না থাকলে আর এই জার্নি সম্পূর্ণ হত না। কুমার বসু মনে করেন তিনি বহু বিশিষ্টদের সঙ্গে বাজিয়েছেন এবং তাদের কাছ থেকে প্রকৃত সম্মান পেয়েছেন। পুরস্কার হোক কিংবা ব্যক্তিগত সম্মান সবটা সযত্নে লালন পালন করা অত্যন্ত বড় দায়িত্বের। সম্মান দিলে সম্মান ফেরত পাওয়া যায়। আর তিনি গীতার বাণী মেনে সারা জীবন একটা আদর্শই অনুসরণ করেছেন তা হল- 'কর্ম করে যাও ফলের আশা করো না'।