
মিঠুন চক্রবর্তী বলিউডে তাঁর একটি বিশেষ স্থান অর্জন করেছেন। তাঁর সিনেমাগুলির একটি আলাদা দর্শক শ্রেণীও ছিল। ১২ ডিসেম্বর ১৯৯৭ সালে মিঠুন চক্রবর্তী-জ্যাকি শ্রফের ‘শপথ’ ছবিটি মুক্তি পেয়েছিল যার দুটি গান জনপ্রিয় হয়েছিল। একটি গান আজও বিয়েবাড়ি-পুজোর ভাসানে ডিজেতে ভালমতোই বাজে। গানের কথা ছিল: ‘মুন্ডা গোরা রং দেখ কে, দিওয়ানা হো গয়া...’। সিনেমায় মিউজিক আনন্দ-মিলিন্দের ছিল। এই ছবি রাজীব বব্বর পরিচালনা ও প্রযোজনা করেছিলেন। এই গানটিতে মিঠুন চক্রবর্তী-রম্যা কৃষ্ণণকে দেখা গিয়েছিল। ফাস্ট বিটের এই গানটি শুনলেই আজও যুবকদের হৃদয় ধড়ফড় করতে থাকে। গানটি উদিত নারায়ণ-অলকা ইয়াগনিক গেয়েছিলেন। এই সিনেমার আরেকটি গান 'ইশক অউর প্যায়ার কা মজা লিজিয়ে, থোড়া ইন্তেজার কা মজা লিজিয়ে...' ও জনপ্রিয় হয়েছিল, যেটি আলতাফ রাজা গেয়েছিলেন।
Last Updated: Oct 29, 2025, 12:55 ISTelectoralsearch.eci.gov.in -এ ক্লিক করলেই দেখা যাবে ভোটারের নাম। SIR তালিকায় কীভাবে খুঁজবেন নিজের, পরিবারের সকলের নাম? CEO দফতরের ওয়েবসাইটে ইতিমধ্যেই বাদ যাওয়া নামের তালিকা প্রকাশ পেয়েছে। ওয়েবসাইটে লগ ইন করলেই দেখা যাচ্ছে বাতিল ভোটারদের নাম। ওয়েবসাইটে ক্লিক করে ডাউনলোড করা যাচ্ছে বাদ যাওয়া নামের তালিকা। কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রায় ৫৮ লক্ষ ২০ হাজার মানুষের নাম বাদ গিয়েছে তালিকা থেকে।
Last Updated: Dec 16, 2025, 17:31 ISTমঙ্গলবার কংগ্রেস সাংসদ ভামসি গাদ্দাম 'RG' লেখা একটি বিশেষ বাইকে সংসদে পৌঁছেছিলেন। তিনি বলেন যে তিনি সংসদে যে বাইকটি চালিয়ে গেছেন তা একটি বৈদ্যুতিক ব্যাটারি চালিত ক্যাফে রেসার-অনুপ্রাণিত বাইক যার নাম 'অ্যাটম বাইক'।
Last Updated: Dec 16, 2025, 16:21 ISTবহু দিনের প্রস্তুতি শেষে ফাইবারের বিশেষ প্রযুক্তিতে তৈরি এই বিশাল মূর্তিটি গভীর রাতে ক্রেনের মাধ্যমে স্থাপন করা হয় নির্দিষ্ট স্থানে। জানা গিয়েছে, শিল্পী মন্টি পালের উদ্যোগে নির্মিত হয়েছে এই অভূতপূর্ব মেসি মূর্তি
Last Updated: Dec 12, 2025, 00:00 ISTবরফের সাদা চাদরে ঢাকল রোহতাং, দেখুন ভিডিও
Last Updated: Dec 09, 2025, 20:18 ISTসেদিনই বিশ্বজয়ীর হাতে রাজ্য পুলিশের ডিএসপি পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি কমিশনারেটের DSP পদে নিযুক্ত করা হয়েছে রিচাকে৷ বুধবার তিনি পৌঁছে যান শিলিগুড়ি কমিশনারেটে। সেখানেই রিচার হাতে তুলে দেওয়া হয় পুলিশের উর্দি।
Last Updated: Dec 05, 2025, 00:22 IST