
১৯৮৮ সালের জনপ্রিয় ‘দেবীবরণ’ ছবির সুপারহিট আইটেম গান ‘বিবি পায়রা’। ১৯৮৮ সালে বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছিল ‘দেবীবরণ’ (Debibaran) ছবিটি। তবে শুধু এই ছবি নয়, ‘বিবি পায়রা’ গানটিও তুমুল জনপ্রিয় হয়। এই গানে পাপিয়া অধিকারীর পারফরম্যান্স তাক লাগিয়ে দিয়েছিল সেই সময়ে। এই গানটি গেয়েছিলেন আশা ভোঁসলে, যা এখনও হিট৷ দুর্গাপুজোর প্যান্ডেলে এই গান না বাজলে যেন পুজোর আমেজই আসে না৷ শুনে নিন এই জনপ্রিয় বাংলা গান৷