
বলিউডের ‘চিচি‘ মানে গোবিন্দা বড় পর্দা থেকে দূরে এখন ছোট শহরের কালচারাল ইভেন্টে নিজের ঝলক দেখাচ্ছেন। উত্তর প্রদেশের প্রতাপগড়-এ আয়োজিত দুটি আলাদা স্কুলের অ্যানুয়াল ডে-তে গোবিন্দা গেস্ট হয়ে গিয়েছিলেন। সেখানে তাঁর পুরনো স্টাইল ফ্যানদের মুগ্ধ করে দেয়। ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’ আউটফিটে গোবিন্দা যখন মঞ্চে এলেন, তখন ভিড় তাঁর সিগনেচার ডান্সের ডিমান্ড করতে শুরু করে। ফ্যানদের অনুরোধের সম্মান জানিয়ে গোবিন্দা তার সুপারহিট গান 'কিসি ডিস্কো মে জায়ে' তে দারুণ ডান্স করেন।