তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের স্বামী পুলিশ কর্তা সৌম্য রায়কে লোকসভা ভোটের আগে বদলি করল নির্বাচন কমিশন৷ সৌম্য রায় বর্তমানে কলকাতা পুলিশ ডিসি সাউথ ওয়েস্ট পদে কর্মরত ছিলেন৷ সূত্রের খবর, সৌম্য রায়ের স্ত্রী যেহেতু সক্রিয় রাজনীতিতে যুক্ত এবং বিধায়ক পদে রয়েছেন, সেই কারণেই কমিশনের নিয়ম অনুযায়ী কলকাতা পুলিশের ওই অন্যতম শীর্ষ কর্তাকে বদলি করা হল৷ দেখুন বাংলা নিউজ ভিডিও (Watch bangla news video)৷