সোনারপুর কলেজের টিএমসিপি কো অর্ডিনেটর ও যুব কংগ্রেস নেতা প্রতীক দে-র একটি ভিডিয়ো ঘিরে শুরু হয়েছে বিতর্ক। ভিডিয়োতে দেখা যাচ্ছে, কলেজ ক্যাম্পাসে বসে থাকা ছাত্রনেতাকে মাথা টিপে দিচ্ছেন এক ছাত্রী। ঘটনার পর দলীয় কাউন্সিলরের অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানউতোর, নীরব বিধায়ক লাভলি মৈত্র। বিজেপির তরফে তোপ—“দলের মধ্যেই অভিযোগ, তবু পদক্ষেপ হয়নি!”