
রাজ্যের শিক্ষা ও স্বাস্থ্য মানচিত্রে অন্যতম নাম সনকা এডুকেশনাল ট্রাস্ট। মেডিক্যালে এমবিবিএস, এমডি ও এমএস, ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক, বিআর্ক ডিপ্লোমা, ফার্মেসিতে বিফার্ম, নার্সিংয়ে বিসএসসি ও জিএনএম-এর মতো একাধিক কোর্সের সুযোগ দিচ্ছে সনকা এডুকেশনাল ট্রাস্ট। হাজার হাজার ছাত্রছাত্রীর কাছে সনকা ভরসা ও বিশ্বাসের অপর নাম। উচ্চশিক্ষায় অসাধারণ ট্র্যাক রেকর্ডের সঙ্গে সঙ্গে অত্যাধুনিক ক্যাম্পাস, পড়ুয়াদের জন্য একগুচ্ছ সুযোগ সুবিধে দেয় সনকা। শিক্ষাক্ষেত্রে উদ্ভাবনী চিন্তাভাবনার সুফল ভোগ করে এখানে পাঠরত পড়ুয়ারা। স্বাস্থ্য, পরিকাঠামো, শিক্ষার জগতে নতুন বেঞ্চমার্ক সৃষ্টি করেছে সনকা এডুকেশনাল ট্রাস্ট। সনকা এডুকেশনাল ট্রাস্টকে সম্মান জানাচ্ছে নিউজ 18 বাংলা.
Last Updated: Jul 31, 2024, 12:00 ISTelectoralsearch.eci.gov.in -এ ক্লিক করলেই দেখা যাবে ভোটারের নাম। SIR তালিকায় কীভাবে খুঁজবেন নিজের, পরিবারের সকলের নাম? CEO দফতরের ওয়েবসাইটে ইতিমধ্যেই বাদ যাওয়া নামের তালিকা প্রকাশ পেয়েছে। ওয়েবসাইটে লগ ইন করলেই দেখা যাচ্ছে বাতিল ভোটারদের নাম। ওয়েবসাইটে ক্লিক করে ডাউনলোড করা যাচ্ছে বাদ যাওয়া নামের তালিকা। কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রায় ৫৮ লক্ষ ২০ হাজার মানুষের নাম বাদ গিয়েছে তালিকা থেকে।
Last Updated: Dec 16, 2025, 17:31 ISTমঙ্গলবার কংগ্রেস সাংসদ ভামসি গাদ্দাম 'RG' লেখা একটি বিশেষ বাইকে সংসদে পৌঁছেছিলেন। তিনি বলেন যে তিনি সংসদে যে বাইকটি চালিয়ে গেছেন তা একটি বৈদ্যুতিক ব্যাটারি চালিত ক্যাফে রেসার-অনুপ্রাণিত বাইক যার নাম 'অ্যাটম বাইক'।
Last Updated: Dec 16, 2025, 16:21 ISTবহু দিনের প্রস্তুতি শেষে ফাইবারের বিশেষ প্রযুক্তিতে তৈরি এই বিশাল মূর্তিটি গভীর রাতে ক্রেনের মাধ্যমে স্থাপন করা হয় নির্দিষ্ট স্থানে। জানা গিয়েছে, শিল্পী মন্টি পালের উদ্যোগে নির্মিত হয়েছে এই অভূতপূর্ব মেসি মূর্তি
Last Updated: Dec 12, 2025, 00:00 ISTবরফের সাদা চাদরে ঢাকল রোহতাং, দেখুন ভিডিও
Last Updated: Dec 09, 2025, 20:18 ISTসেদিনই বিশ্বজয়ীর হাতে রাজ্য পুলিশের ডিএসপি পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি কমিশনারেটের DSP পদে নিযুক্ত করা হয়েছে রিচাকে৷ বুধবার তিনি পৌঁছে যান শিলিগুড়ি কমিশনারেটে। সেখানেই রিচার হাতে তুলে দেওয়া হয় পুলিশের উর্দি।
Last Updated: Dec 05, 2025, 00:22 IST