শুক্রবারই জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ওঞ্জিনিয়ারিংয়ের ফলপ্রকাশ। দুপুর ২টোয় জয়েন্টের এঞ্জিনিয়ারিংয়ের মেধাতালিকা প্রকাশ হবে। উচ্চশিক্ষা দফতরে পোর্টালে বিকালে মেধাতালিকা দেখা যাবে। জয়েন্ট বোর্ডের আধিকারিকদের বৈঠকের পরেই সিদ্ধান্ত নেওয়া হয়। গত ৭ অগাস্ট রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশের কথা ছিল। কিন্তু অন্য অনগ্রসর শ্রেণির সংরক্ষণ সংক্রান্ত জটিলতার কারণে ধাক্কা খায় জয়েন্টের ফলপ্রকাশ।