পুজোর আগে বর্ষার শেষ হতেই দোকানদারকে ঘিরে থিকথিকে ভিড়। আপনি কি ইলিশ প্রেমী।তবে জানেন কি এই জায়গাতে গেলে পাল্লা বাটখারায় নয় একমাত্র থালায় বিক্রি হয় ইলিশ সহ বিভিন্ন মাছ। মুর্শিদাবাদ জেলার লালগোলা ।সীমান্তবর্তী এই ব্লকে বিকাল হতেই অন্য চেহারা নেয়। কোনও মতে গলাটা ঢুকিয়ে যা দেখা গেল তা দেখে চোখ ছানাবড়া। নানা আকারের থালায় সাজানো হরেক রকমের মাছ। রুই, কাতলা, ইলিশ, ট্যাংরা, পাবদা, কুচো চিংড়ি, গলদা চিংড়ি, মৃগেল, পুঁটি, বেলে, কাজলি, রিঠা, খয়রা, রায়খয়রা, চাঁদা, ফাসা, বাচা, কাল বাউস, কাকলে, পিলপিলে আরও কত কিসিমের মাছ। কোনওটা লেপ ঝাপটাচ্ছে, কোনওটা খাবি খাচ্ছে। পাল্লা-বাটখারায় মেপে নয়, থালায় সাজিয়ে মাছ বিক্রি হয় লালগোলা নেতাজি মোড়ে মীনভবনের সামনে, কৃষ্ণপুর-তেমাথা মোড়ে। বিকেল হলেই এ দৃশ্য চোখে পড়বেই। ভোর চারটেয় মাছ ধরতে বেরোন।