Bankura News: বি.এ পাশ করেছেন, বি.এড পর্যন্ত করা৷ কিন্তু চাকরির সুযোগ হয়নি বাঁকুড়ার দিব্যেন্দুর। কিন্তু থেমে থাকেনি সে। রিয়ালিস্টিক পোট্রেট আঁকতে পারে দিব্যেন্দু। জনপ্রিয় তারকা ধোনি থেকে অভিনেতা প্রসেনজিৎ , সব ছবিতেই যেন প্রাণ প্রতিষ্ঠা করতে পারেন দিব্যেন্দু।