TRENDING:

ঘিনঘিনে টয়লেট? দুর্গন্ধে ঢোকা যায় না? এক 'চিমটে' নুনেই মিলবে আশ্চর্য ফল! কী ভাবে? জানুন

Last Updated:
Tips and Tricks: টয়লেট পরিষ্কার করতে দামি ক্লিনার নয়, রান্নাঘরের নুনই হতে পারে সবচেয়ে সস্তা ও কার্যকর সমাধান। কী ভাবে ব্যাবহার করবেন? জেনে নিন।
advertisement
1/11
ঘিনঘিনে টয়লেট? দুর্গন্ধে ঢোকা যায় না? এক 'চিমটে' নুনেই মিলবে আশ্চর্য ফল! কী ভাবে? জানুন
আপনি কি জানেন, রান্নাঘরের সাধারণ নুনই আপনার বাথরুম পরিষ্কার রাখতে পারে? শুনতে অবিশ্বাস্য মনে হলেও, বিশেষজ্ঞদের মতে টয়লেটে নুন ব্যবহার করলে শুধু দুর্গন্ধ নয়, জীবাণুও দূর হয়, আর বাথরুম থাকে চকচকে ও স্বাস্থ্যকর।
advertisement
2/11
🧂 কেন টয়লেটে নুন ব্যবহার করবেন? বাথরুম পরিষ্কার করা অনেকের কাছেই এক ঝামেলার কাজ। কিন্তু এটি ঘরের সবচেয়ে বেশি ব্যবহৃত জায়গা, যেখানে জীবাণু ও ব্যাকটেরিয়া সবচেয়ে বেশি জমে। অনেকে মনে করেন, এটি পরিষ্কার রাখতে দামি বা শক্তিশালী রাসায়নিক পণ্য দরকার, কিন্তু তা নয়। ঘরোয়া, প্রাকৃতিক ও সস্তা এক উপায়েই সমাধান — টয়লেটে নুন ব্যবহার।
advertisement
3/11
প্রথমে শুনে অদ্ভুত লাগতে পারে, কারণ নুন আমরা সাধারণত খাবারে ব্যবহার করি, টয়লেটে নয়। কিন্তু নুনের সঙ্গে আরও কয়েকটি সাধারণ উপাদান মিশিয়ে নিলে এটি হয়ে উঠতে পারে শক্তিশালী ক্লিনার।
advertisement
4/11
যেসব উপকরণ লাগবে---  এই তিনটি জিনিসই ঘরে পাবেন, আর দামও তেমন নয় — ২৫০ গ্রাম নুন ২৫০ গ্রাম বেকিং সোডা ২৫ টেবিল চামচ সানফ্লাওয়ার বা ভেজিটেবল অয়েল।
advertisement
5/11
🧼 কীভাবে ব্যবহার করবেন--  ১️। নুন, বেকিং সোডা ও তেল সরাসরি টয়লেটের পাত্রে ঢেলে দিন। ২️। মিশ্রণটি যেন পাত্রের ধারে-ধারে ছড়িয়ে পড়ে, শুধু নিচে নয়। ৩️। এবার সেটি সারা রাত রেখে দিন।
advertisement
6/11
রাতে রাখার কারণ হল—নুন ও বেকিং সোডা একসঙ্গে কাজ করে ময়লা, ব্যাকটেরিয়া ও দুর্গন্ধ দূর করে; তেল মিশ্রণটিকে পাত্রের পৃষ্ঠে আটকে রাখে, যাতে ভালোভাবে কাজ করতে পারে।
advertisement
7/11
🌞 পরের দিন সকালে--- এক পাত্র জল ফুটিয়ে টয়লেটে ঢেলে দিন। তারপর ফ্লাশ করুন। দেখবেন, আগের দিনের ময়লা ও দাগ পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। আরও একধাপ এগোতে চাইলে, টয়লেটে একটু লেবুর রস ঢেলে দিন। এটি শুধু জীবাণু মারে না, বরং সতেজ গন্ধ রেখে যায় এবং পাত্রে উজ্জ্বলতা আনে।
advertisement
8/11
📅 কত ঘনঘন করবেন বাথরুম প্রতিদিন ব্যবহৃত হয় বলে সহজেই নোংরা হয়ে যায়। তাই বিশেষজ্ঞদের পরামর্শ—এই নুনের ট্রিকটি মাসে একবার ব্যবহার করুন। যদি আরও সতেজ রাখতে চান, তবে প্রতি দুই সপ্তাহে একবার করতে পারেন।
advertisement
9/11
এভাবে মাত্র তিনটি উপাদান—নুন, বেকিং সোডা ও লেবু দিয়েই বাথরুম থাকবে ঝকঝকে ও জীবাণুমুক্ত, কোনও দামি পণ্যের প্রয়োজন নেই।
advertisement
10/11
🧽 আরও কিছু সহজ টিপস ব্রাশ দিয়ে ঘষুন: টয়লেট ব্রাশের সাহায্যে কোণ ও প্রান্তের ময়লা পরিষ্কার করুন। স্টিম ব্যবহার করুন: গরম স্টিমে ছত্রাক মরে যায়, তবে বেশি ব্যবহার করলে টাইলসের ক্ষতি হতে পারে। ব্লিচ ব্যবহার করুন: হালকা ব্লিচে টাইলস উজ্জ্বল হয়। গ্রাউট পেইন্ট করুন: পুরনো টাইলসের ফাঁক সাদা রঙে রঙ করলে বাথরুম নতুন দেখাবে।
advertisement
11/11
⚖️ নুন বনাম রাসায়নিক ক্লিনার অনেকে ভাবেন, দোকান থেকে কেনা রাসায়নিক পণ্যই সবচেয়ে কার্যকর। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, নুনের সুবিধা অনেক — সাশ্রয়ী: এটি সস্তা ও সহজলভ্য। নিরাপদ: প্রাকৃতিক উপাদান, ক্ষতিকর রাসায়নিক নেই। কার্যকর: নুন, বেকিং সোডা ও গরম জল ব্যাকটেরিয়া ও দাগ একসঙ্গে দূর করে। বহুমুখী: রান্না থেকে শুরু করে ঘর পরিষ্কার—সব জায়গাতেই কাজে লাগে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
ঘিনঘিনে টয়লেট? দুর্গন্ধে ঢোকা যায় না? এক 'চিমটে' নুনেই মিলবে আশ্চর্য ফল! কী ভাবে? জানুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল