TRENDING:

West Midnapore News: সবুজ গাছের ওপরে সাদা সারসের মেলা! সেজে উঠেছে প্রকৃতি

Last Updated:
সবুজ গাছের উপর ডানা ঝাপটাচ্ছে, আবার কখনও উড়ে গিয়ে খাবার সংগ্রহ করে এনে বাচ্চাদের খাওয়াচ্ছে। এই ছবি দেখলে মন প্রাণ জুড়িয়ে যাবে। প্রকাণ্ড আম গাছের উপরে বসে শতাধিক সারস। বনদফতরের পরিভাষায় ইস্টান গ্রেট ইগ্রেট।
advertisement
1/5
সবুজ গাছের ওপরে সাদা সারসের মেলা! সেজে উঠেছে প্রকৃতি
সবুজ গাছের উপর ডানা ঝাপটাচ্ছে, আবার কখনও উড়ে গিয়ে খাবার সংগ্রহ করে এনে বাচ্চাদের খাওয়াচ্ছে। এই ছবি দেখলে মন প্রাণ জুড়িয়ে যাবে। প্রকাণ্ড আম গাছের উপরে বসে শতাধিক সারস। বনদফতরের পরিভাষায় ইস্টান গ্রেট ইগ্রেট।
advertisement
2/5
পশ্চিম মেদিনীপুরের বেলদায় গঙ্গাধর অ্যাকাডেমির সামনের একটি গাছে প্রায় হাজারও সারসের বাস। বাচ্চা থেকে বড় সারস সারাদিন কিচিরমিচির করতে থাকে এই আম গাছের উপর। সবুজ পাতার উপরে সাদা সাদা সারস প্রকৃতিকে অন্য শোভা দেয়। স্থানীয়দের বক্তব্য বেশ কয়েক বছর ধরেই এই আম গাছের উপরে বাস সারসদের।
advertisement
3/5
প্রসঙ্গত, সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে হারাচ্ছে বন্যপ্রাণদের বাসস্থান। তবে স্থানীয় মানুষদের ঐকান্তিক প্রচেষ্টায় এখনও বেশ কয়েক বছর ধরেই এই আম গাছে বাস সারসদের। শুধু সাদা সারস নয়, এই গাছে  রয়েছে পানকৌড়িও।
advertisement
4/5
চোরা শিকারিদের থেকে সারসদের রক্ষা এমনকি সুষ্ঠ জীবন যাপনে বদ্ধপরিকর স্থানীয় মানুষজন। জানা গিয়েছে এই সকল সারসদের বসবাস হয় জলাশয়ের ধারে কোনও উঁচু গাছে। তবে জনবহুল রাস্তার ধারে এই গাছে সারসদের বসবাস কেন তা কেউ জানে না।
advertisement
5/5
বনদফতর সূত্রে জানানো হয়েছে, বছরের নির্দিষ্ট সময়ে জলা জায়গা বা পুকুরের পাশে কোনও একটি বড় গাছে এই সারসেরা বাস শুরু করে। প্রজনন ও বংশবিস্তার করে বছরের নির্দিষ্ট সময় চলে যায়। তবে বেশ কয়েক বছর এই আম গাছের উপরেই বাস করছে হাজারও সারস। করোনা পরবর্তী সময় থেকে এখানেই বাস তাদের।
বাংলা খবর/ছবি/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: সবুজ গাছের ওপরে সাদা সারসের মেলা! সেজে উঠেছে প্রকৃতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল