TRENDING:

Birbhum News: পিকনিক চলছিল, হঠাৎ জঙ্গল থেকে ভেসে এল শিশুর কান্না! ঝোপের মধ্যে চোখ পড়তেই...সিউড়িতে যুবকরা বাঁচালেন সদ্যজাতের প্রাণ

Last Updated:
Birbhum: শনিবার দুপুরে তসরকাটা জঙ্গলে পিকনিক চলাকালীন হঠাৎই জঙ্গলের নিস্তব্ধতা ভেঙে শিশুর কান্নার শব্দ কানে আসে যুবকদের।
advertisement
1/5
পিকনিকের মাঝে বন থেকে ভেসে এল শিশুর কান্না! ঝোপের মধ্যে...সিউড়িতে কী হল জানেন
সিউড়ি, বীরভূম, সুদীপ্ত গড়াই: বন্ধুদের সঙ্গে আনন্দ করতে পিকনিকে গিয়ে এক চরম মানবিক পরিস্থিতির মুখোমুখি হন শান্তনু দত্ত ও তাঁর বন্ধুরা। সিউড়ির তসরকাটা জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এক সদ্যজাত শিশুকে উদ্ধার করে নজির গড়েন তাঁরা। বর্তমানে শিশুটি সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন।
advertisement
2/5
শনিবার দুপুরে তসরকাটা জঙ্গলে পিকনিক চলাকালীন হঠাৎই জঙ্গলের নিস্তব্ধতা ভেঙে শিশুর কান্নার শব্দ কানে আসে যুবকদের। শব্দের উৎস খুঁজে ঝোপের মধ্যে পড়ে থাকা সদ্যজাত শিশুটিকে দেখতে পান তাঁরা। শান্তনু দত্ত জানান, শিশুটির নাড়ি পর্যন্ত কাটা ছিল না, যা দেখে বোঝা যাচ্ছিল সে সদ্য ভূমিষ্ঠ। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
3/5
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে যায়। তবে পুলিশি ঝামেলার আশঙ্কায় প্রথমে কেউ শিশুটিকে স্পর্শ করতে সাহস পাননি। পেশায় বেসরকারি সংস্থার সেলস কর্মী শান্তনু দত্ত ও তাঁর বন্ধুরা সময় নষ্ট না করে থানায় যোগাযোগ করেন। পুলিশের অনুমতি পেতেই তাঁরা শিশুটিকে উদ্ধারে এগিয়ে আসেন। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
4/5
উদ্ধারের পর যুবকরা প্রথমে শিশুটিকে নিয়ে যান কালিপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। কিন্তু শনিবার হওয়ায় সেটি বন্ধ থাকায় এক মুহূর্ত দেরি না করে তাঁরা শিশুটিকে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যান এবং কর্তব্যরত চিকিৎসকদের হাতে তুলে দেন। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
5/5
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শিশুটিকে বর্তমানে অসুস্থ নবজাতক পরিচর্যা কেন্দ্র (SNCU)-এ ভর্তি রাখা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটি জীবিত ও স্থিতিশীল রয়েছে। দীর্ঘক্ষণ জঙ্গলে পড়ে থাকায় সংক্রমণের আশঙ্কা রয়েছে কি না, তা পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং শিশুটির পরিচয় জানার চেষ্টা চলছে।  ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Birbhum News: পিকনিক চলছিল, হঠাৎ জঙ্গল থেকে ভেসে এল শিশুর কান্না! ঝোপের মধ্যে চোখ পড়তেই...সিউড়িতে যুবকরা বাঁচালেন সদ্যজাতের প্রাণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল