TRENDING:

Saraswati Puja 2026: কাদা-মাটি দিয়েই ভাগ্য বদলের পাঠ, বনবন করে ঘুরছে চাকা! সরস্বতী পুজোয় নতুন বিদ্যায় হাতেখড়ি, চমক দাঁতনের স্কুলে

Last Updated:
Saraswati Puja 2026: সরস্বতীর আরাধনায় পুরুষদের মধ্যে সঠিক পাঠ, চিন্তাধারা ছড়িয়ে দিতে এমন অভিনব আয়োজন উচ্চ বিদ্যালয়ে।
advertisement
1/6
কাদা-মাটি দিয়েই ভাগ্য বদলের পাঠ, সরস্বতী পুজোয় নতুন বিদ্যায় হাতেখড়ি! চমক দাঁতনের স্কুলে
বিদ্যার দেবীর সরস্বতী। গোটা রাজ্যজুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাব প্রতিষ্ঠানের তরফে আয়োজন করা হচ্ছে সরস্বতী পুজো। তবে শুধু পুজো নয়, জঙ্গলমহলের এক বিদ্যালয়ে অভিনব আয়োজন। বিদ্যালয়ের পুজোতে এসে পড়ুয়ারা শিখল এক অভিনব জিনিস। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
2/6
শুধু পড়াশোনা নয়, বরাবর পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত এলাকা দাঁতনের এই বিদ্যালয়ে অভিনবত্ব রাখে। এবারেও সরস্বতী পুজোর দিন বিদ্যালয়ে আয়োজন করা হল হাতে-কলমে মাটির নানা জিনিস তৈরির শিক্ষা। যেখানে এক কুমোর পড়ুয়াদের দেখালেন মাটির নানা জিনিস তৈরির কৌশল।
advertisement
3/6
পশ্চিম মেদিনীপুরের দাঁতন ভাগবত চরণ হাইস্কুলে সরস্বতী পুজোর দিন এই অভিনব জিনিস শিখানো হল পড়ুয়াদের। সরস্বতী পুজোর অঞ্জলি দেওয়ার পর বিদ্যালয় ক্যাম্পাসে এক কুমোর সূর্যকান্ত বেরা শিখিয়ে দেয় চাকা ঘুরিয়ে মাটি দিয়ে কীভাবে মাটির হাঁড়ি, কলসি তৈরি করা হয়।
advertisement
4/6
প্রসঙ্গত বর্তমান দিনে সভ্যতার উন্নতিতে হারিয়ে গিয়েছে হাতে চাকা ঘুরিয়ে মাটির নানা জিনিস তৈরি। দাঁতন এর বেশ কয়েকজন শিল্পী বাঁচিয়ে রেখেছেন এই পেশা। তবে বিদ্যার দেবী সরস্বতী আরাধনার দিন এমন অভিনব শিক্ষা দেওয়া হল বিদ্যালয় প্রাঙ্গণে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরবিন্দ দাস বলেন, কিছু পুজো করা নয়, ছাত্র-ছাত্রীদের মধ্যে সৃজনশীল নানা চিন্তাধারা ছড়িয়ে দিতে এই আয়োজন।
advertisement
5/6
একদিকে শুধু ছাত্র-ছাত্রী নয় বহু প্রাক্তনীরাও এসেছেন এদিন। তারাও চাক্ষুষ করেন অভিনব এই আয়োজন। বিদ্যালয়ের ছাত্রী সৃজনী কামিল্যা জানায়, সরস্বতী পুজোয় বিভিন্ন জায়গায় নানান অনুষ্ঠান হলেও, এমন এক আয়োজন আমাদের শক্তি আরও বেশি করে চিন্তাশীল করে তুলেছে।
advertisement
6/6
শুধু বাগদেবী বা বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা করা নয়, পুরুষদের মধ্যে সঠিক পাঠ, চিন্তাধারা ছড়িয়ে দিতে এমন অভিনব আয়োজন উচ্চ বিদ্যালয়ে। পুজোর দিনে অনন্য ঘটনার সাক্ষী রইল দাঁতন। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Saraswati Puja 2026: কাদা-মাটি দিয়েই ভাগ্য বদলের পাঠ, বনবন করে ঘুরছে চাকা! সরস্বতী পুজোয় নতুন বিদ্যায় হাতেখড়ি, চমক দাঁতনের স্কুলে
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল