Weather Alert: সর্বনিম্ন তাপমাত্রা এখনও বেশ কম, রাতে ও ভোরে শিরশিরে ঠান্ডা, কতদিনের ইনিংস চলবে শীতকালের
- Reported by:Saikat Shee
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Weather Alert: ফেব্রুয়ারি প্রথম সপ্তাহেও কমই থাকবে দিনের সর্বনিম্ন তাপমাত্রা, হালকা শিরশিরেভাবে, বাতাসে হিমেল পরশ, মেঘলা আকাশ হলেও বৃষ্টির সম্ভাবনা নেই...
advertisement
1/6

সকালের দিকে কুয়াশা দিনভর মেঘলা আকাশ থাকবে বাড়বে তাপমাত্রা। সপ্তাহের শেষ দিন থেকে শীতের ছুটি দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায়। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
advertisement
2/6
শুক্রবারের মত শনিবার সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। মেঘের আড়ালে সূর্যের লুকোচুরি খেলা চলছে। মেঘ থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। হাওয়া অফিসে রিপোর্টে জানা যায় মূলত পশ্চিমী ঝঞ্ঝার কারণে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকবে।
advertisement
3/6
আলিপুর হাওয়া অফিসে রিপোর্টে জানা যায় পশ্চিমে ঝঞ্ঝার কারণে জেলায় জেলায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। কলকাতা সংলগ্ন জেলাগুলির পাশাপাশি উপকূলবর্তী জেলা ও পশ্চিমে জেলাগুলির তাপমাত্রা বাড়ছে। শুধুমাত্র শেষ রাত ও ভোরের দিকে শীতের অনুভূতি। দিনের আলো ফোটা সঙ্গে সঙ্গেই শীত উধাও।
advertisement
4/6
অন্যদিকে পশ্চিমে ঝঞ্ঝার কারণে রাজ্যের বেশ কিছু জেলায় মেঘলা আংশিক আকাশ থাকবে। বিশ্বাস করে পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে কুয়াশার আধিক্য লক্ষ্য করা যাবে। রবিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় তাপমাত্রার পারদ আরও বাড়বে।
advertisement
5/6
দিঘা হাওয়া অফিসের রিপোর্টে জানা যায়, জানুয়ারির শেষ দিন অর্থাৎ শনিবার দিঘার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬.৪ এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭২ শতাংশ।
advertisement
6/6
পশ্চিমে ঝঞ্ঝার কারণে আংশিক মেঘলা আকাশ থাকলেও জেলা জুড়ে এখনই বৃষ্টির কোন সম্ভাবনা নেই। বরং প্রতিদিনই তাপমাত্রার পারদ বাড়বে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকেই শীতের পাকাপাকি ছুটি। শনিবারের পাশাপাশি রবিবার ও জেলা জুড়ে আংশিক মেঘলা আকাশ ও সকালের দিকে কুয়াশার প্রভাব থাকবে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Weather Alert: সর্বনিম্ন তাপমাত্রা এখনও বেশ কম, রাতে ও ভোরে শিরশিরে ঠান্ডা, কতদিনের ইনিংস চলবে শীতকালের