TRENDING:

Vande Bharat Sleeper: মালদহে উদ্বোধন হবে দেশের প্রথম বন্দে ভারত স্লিপারের! ছুটবে বাংলা-অসমের জনপ্রিয় রুটে, কমবে যাতায়াতের সময়, জানুন বাকি গুরুত্বপূর্ণ তথ্য

Last Updated:
Vande Bharat Sleeper: রেল যাত্রীদের উন্নতমানের বিলাসবহুল ভ্রমণের সুবিধার্থে আগামী ১৭ জানুয়ারি উদ্বোধন হতে চলেছে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপারের। যাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তোড়জোড়। পশ্চিমবঙ্গের সাতটি জেলা এবং অসমের দু'টি জেলার সঙ্গে যুক্ত হয়ে চলাচল করবে ভারতের প্রথম এই বন্দে ভারত স্লিপার।
advertisement
1/5
মালদহে উদ্বোধন হবে দেশের প্রথম বন্দে ভারত স্লিপারের! ছুটবে বাংলা-অসমের জনপ্রিয় রুটে
রেল যাত্রীদের উন্নতমানের বিলাসবহুল ভ্রমণের সুবিধার্থে আগামী ১৭ জানুয়ারি উদ্বোধন হতে চলেছে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপারের। যাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তোড়জোড়। পশ্চিমবঙ্গের সাতটি জেলা এবং অসমের দু'টি জেলার সঙ্গে যুক্ত হয়ে চলাচল করবে ভারতের প্রথম এই বন্দে ভারত স্লিপার। যার মধ্যে অন্যতম স্টপেজ হচ্ছে মালদহ টাউন স্টেশন। শহরের বুক চিরে চলবে বন্দে ভারতের পর এবার ভারত স্লিপার। ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন উদ্বোধন হতে চলেছে মালদহ টাউন স্টেশন থেকে। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/5
রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর হাত দিয়ে মালদহ টাউন স্টেশন থেকে সবুজ পতাকা দেখিয়ে উদ্বোধন করা হবে বন্দে ভারত স্লিপারের। আর এই খবর ছড়িয়ে পড়তেই উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে রেল যাত্রী থেকে জেলাবাসীদের মধ্যে। মালদহ টাউন স্টেশনে আসা এক যাত্রী জানান, "ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার এখান থেকে উদ্বোধন হবে জানতে পেরে খুব ভাল লাগছে। মালদহ জেলার বাসিন্দা হিসেবে নিজেকে গর্বিত মনে হচ্ছে। রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাব এমন একটি উপহারের জন্য।"
advertisement
3/5
মালদহ ডিভিশনের জনসংযোগ আধিকারিক রসরাজ মাঝি জানান, "এই ট্রেনটি দু'টি রাজ্য এবং নয়টি জেলাকে সংযুক্ত করবে। অন্যান্য ট্রেনের তুলনায় অনেকটাই সময় বাঁচবে এতে। আড়াই থেকে তিন ঘন্টা দূরত্ব কমবে এই ট্রেনের যাত্রার ফলে। বিমানের মতো বিলাসবহুল ভ্রমণের অনুভূতি মিলবে এই ট্রেনে। যদিও বিমানের তুলনায় অনেকটাই কম খরচে যাত্রা করতে পারবেন রেল যাত্রীরা। রেলযাত্রীদের আরামদায়ক এবং বিলাসবহুল ভ্রমণের ক্ষেত্রে বন্দে ভারত স্লিপার অন্যতম উপহার জেলাবাসী-সহ রাজ্যবাসীর কাছে।"
advertisement
4/5
হাওড়া থেকে শুরু করে হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, মালদহ, জলপাইগুড়ি, কোচবিহার এবং অসমের বনগাগাঁও ও কামরূপ মেট্রোপলিটান জেলার গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে এই বন্দে ভারত স্লিপার ট্রেন। এই ট্রেনে মোট ১৬ টি কোচ রয়েছে, যার মধ্যে ১১ টি থ্রি টায়ার এসি, চারটি টু টায়ার এসি এবং একটি ফার্স্ট ক্লাস এসি কোচ রয়েছে। এই ট্রেনে মোট ৮২৩ জন যাত্রী ভ্রমণ করতে পারবে একসঙ্গে।
advertisement
5/5
এদিকে এই খবর ছড়িয়ে পড়ার পর আনন্দ উল্লাস দেখা দিয়েছে জেলাবাসীদের মধ্যে। ইতিমধ্যেই সাজান হচ্ছে স্টেশন চত্বর থেকে প্লাটফর্ম। ভারতের প্রথম হাওড়া-কামাখ্যাগামী বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধনের আগে উৎসাহ দেখা দিয়েছে জেলাবাসীদের মধ্যে। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Vande Bharat Sleeper: মালদহে উদ্বোধন হবে দেশের প্রথম বন্দে ভারত স্লিপারের! ছুটবে বাংলা-অসমের জনপ্রিয় রুটে, কমবে যাতায়াতের সময়, জানুন বাকি গুরুত্বপূর্ণ তথ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল