TRENDING:

বন্দে ভারত স্লিপারের জনপ্রিয়তা তুঙ্গে, আগামী মাসের প্রথম ১০ দিন অবধি বুকিং সম্পূর্ণ! এসি ফার্স্ট ক্লাস থেকে এসি 3-টিয়ার, কোথায় কত?

Last Updated:
Vande Bharat Sleeper: হাওড়া-কামাখ্যা, হাওড়া-বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের জনপ্রিয়তা আকাশ ছুঁয়ে ফেলল। গত ছয় দিনে গড় যাত্রীসংখ্যা প্রায় ১২৮%। আগামী পাঁচ দিনের জন্য যাত্রীসংখ্যা ইতিমধ্যেই ১০০% ছাড়িয়ে গেছে।  যাত্রী উৎসাহ বাড়াতে রেলের স্লোগান, "আগে কখনও না পাওয়া আরামের অভিজ্ঞতা নিন – এখনই বন্দে ভারত স্লিপার ট্রেনের টিকিট বুক করুন"।
advertisement
1/8
বন্দে ভারত স্লিপারের জনপ্রিয়তা তুঙ্গে, আগামী মাসের প্রথম ১০ দিন অবধি বুকিং সম্পূর্ণ!
হাওড়া-কামাখ্যা, হাওড়া-বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের জনপ্রিয়তা আকাশ ছুঁয়ে ফেলল। গত ছয় দিনে গড় যাত্রীসংখ্যা প্রায় ১২৮%। আগামী পাঁচ দিনের জন্য যাত্রীসংখ্যা ইতিমধ্যেই ১০০% ছাড়িয়ে গেছে।  যাত্রী উৎসাহ বাড়াতে রেলের স্লোগান, "আগে কখনও না পাওয়া আরামের অভিজ্ঞতা নিন – এখনই বন্দে ভারত স্লিপার ট্রেনের টিকিট বুক করুন"।
advertisement
2/8
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ১৭ই জানুয়ারি উদ্বোধন করেন দেশের প্রথম বন্দে ভারত স্লিপারের। সদ্য চালু হওয়া হাওড়া – কামাখ্যা – হাওড়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস গত কয়েকদিনে ইতিমধ্যেই যাত্রীদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে।
advertisement
3/8
হাওড়া স্টেশন থেকে ২৩.১.২০২৬ এবং কামাখ্যা স্টেশন থেকে ২২.১.২০২৬ তারিখে শুরু হয়েছে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের নিয়মিত বাণিজ্যিক পরিষেবা। দক্ষিণবঙ্গ থেকে উত্তর-পূর্বাঞ্চলে প্রিমিয়াম রাত্রিকালীন রেল ভ্রমণের এক নতুন যুগের সূচনা করেছে এই ট্রেন।
advertisement
4/8
হাওড়া থেকে কামাখ্যাগামী বন্দে ভারত স্লিপার ট্রেনে ১০০%-এর বেশি যাত্রীসংখ্যার বুকিং এই ট্রেনে খুব কম সময়ে আরামদায়ক ভ্রমণের প্রতি যাত্রীদের পছন্দের ইঙ্গিত দেয়।
advertisement
5/8
গত ছয় দিনে, অর্থাৎ ২৩.১.২০২৬ থেকে ২৯.১.২০২৬ পর্যন্ত, গড় যাত্রীসংখ্যা ছিল প্রায় ১২৮%, যেখানে আগামী কয়েক দিনের জন্য, অর্থাৎ ৩রা ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত, গড় যাত্রীসংখ্যা ইতিমধ্যেই ১০০% ছাড়িয়ে গিয়েছে এবং এটি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
advertisement
6/8
আজ ১৫:০০ টা পর্যন্ত রেকর্ড করা তথ্য অনুযায়ী, ৩০.১.২০২৬ তারিখে হাওড়া থেকে ছেড়ে যাওয়া ২৭৫৭৫ হাওড়া – কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের সমস্ত শ্রেণিতে যাত্রীসংখ্যা ১১৭%-এর বেশি, যার মধ্যে এসি ফার্স্ট ক্লাসে ১৩৩.৩৩%, এসি ২-টায়ারে ১১৫.৯৫% এবং এসি ৩-টায়ারে ১১৬.৮৫% যাত্রীসংখ্যা রয়েছে।
advertisement
7/8
যাত্রীদের মধ্যে এই চরম জনপ্রিয়তার কারণ মূলত এই প্রিমিয়াম স্লিপার পরিষেবাটির ব্যতিক্রমী উচ্চ জনপ্রিয়তা এবং বিপুল পর্যটন সম্ভাবনার ইঙ্গিত। বাঙালি ভ্রমণপিপাসুরা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ এবং অসমের হিমালয় অঞ্চলে ভ্রমণের সময় বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের দুর্দান্ত ফিচারের অভিজ্ঞতা নিতে আগ্রহী।
advertisement
8/8
বিশেষ এই ট্রেনের উচ্চ গতি, কম ভ্রমণ সময়, উন্নত কুশনিং সিস্টেম এবং আরামদায়ক স্লিপার বার্থের কারণে, বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস অন্যান্য পরিবহন মাধ্যমের তুলনায় আরও বেশি স্বাচ্ছন্দের ও সুবিধাজনক বলেই মনে করছেন রেলযাত্রীরা।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
বন্দে ভারত স্লিপারের জনপ্রিয়তা তুঙ্গে, আগামী মাসের প্রথম ১০ দিন অবধি বুকিং সম্পূর্ণ! এসি ফার্স্ট ক্লাস থেকে এসি 3-টিয়ার, কোথায় কত?
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল