বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল চাংরাবান্দারগামী DMU ট্রেন, আড়াই ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল, মালবাজারে চাঞ্চল্য
- Published by:Sanjukta Sarkar
- local18
Last Updated:
Train Accident: মালবাজার ও বড়দিঘি স্টেশনের মধ্যবর্তী মহাকাল মোড় এলাকায় রেল লাইনে ফাটল দেখা যায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মাল মহাকুমার অন্তর্গত তে শিমলা গ্রাম পঞ্চায়েতের মহাকাল মোড় এলাকায়।
advertisement
1/5

মালবাজার: বড়সড় রেল দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল একটি ডিএমইউ ট্রেন। রেলসূত্রে খবর, শুক্রবার রাতে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল চাংরাবান্দারগামী ডিএমইউ ট্রেনটি। রেল লাইনে ফাটল থেকেই হতে পারত ভয়াবহ দুর্ঘটনা। তবে বড় বিপত্তি থেকে বাঁচানো গিয়েছে ট্রেনটিকে।
advertisement
2/5
মালবাজার ও বড়দিঘি স্টেশনের মধ্যবর্তী মহাকাল মোড় এলাকায় রেল লাইনে ফাটল দেখা যায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মাল মহাকুমার অন্তর্গত তে শিমলা গ্রাম পঞ্চায়েতের মহাকাল মোড় এলাকায়। Representative Image
advertisement
3/5
স্থানীয় কয়েকজন যুবক রেল লাইনে ফাটলটি লক্ষ্য করেই দ্রুত নিকটবর্তী রেলগেটের কর্মীকে বিষয়টি জানান। খবর পেয়ে রেল কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে লাইনে স্পষ্ট ফাটল দেখতে পান। সঙ্গে সঙ্গে বিষয়টি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।
advertisement
4/5
এরপর নিরাপত্তার কথা মাথায় রেখে ওই রুটে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল। মালবাজার স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয় সংশ্লিষ্ট ডিএমইউ ট্রেনটি। প্রায় দু’থেকে আড়াই ঘণ্টা রেল চলাচল ব্যাহত হয়।
advertisement
5/5
রেলের তরফে দ্রুত মেরামতির কাজ শুরু করা হলে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয় যুবকদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে রেল সূত্রে জানানো হয়েছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল চাংরাবান্দারগামী DMU ট্রেন, আড়াই ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল, মালবাজারে চাঞ্চল্য