TRENDING:

Indian Railways: যাত্রীদের জন্য বড় খবর! আদ্রা ডিভিশনে একাধিক ট্রেন পাচ্ছে নতুন স্টপেজ, দেখে নিন কোন ট্রেন কোথায় দাঁড়াবে

Last Updated:
Indian Railways: যাত্রী পরিষেবা আরও উন্নত করতে আদ্রা ডিভিশনের একাধিক স্টেশনে নতুন ট্রেন স্টপেজ চালু করছে দক্ষিণ পূর্ব রেল। জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত
advertisement
1/5
যাত্রীদের জন্য বড় খবর! আদ্রা ডিভিশনের একগুচ্ছ স্টেশনে নতুন স্টপেজ পাচ্ছে এই ট্রেনগুলি
দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনে যাত্রী সুবিধায় বড় উদ্যোগ রেলের, নতুন স্টপেজ পেতে চলেছে একাধিক ট্রেন। যাত্রী পরিষেবা আরও উন্নত করার লক্ষ্যেই রেল এই সিদ্ধান্ত নিয়েছে। রেল কর্তৃপক্ষের অনুমোদনে আদ্রা ডিভিশন-সহ দক্ষিণ পূর্ব রেলওয়ের বিভিন্ন স্টেশনে এই নতুন স্টপেজ কার্যকর করা হচ্ছে, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। আদ্রা ডিভিশনের সিনিয়র ডিসিএম বিকাশ কুমার জানিয়েছেন, "যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন স্টপেজগুলি নির্দিষ্ট তারিখ থেকে কার্যকর হবে।" (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
2/5
নতুন করে যেসব ট্রেনের স্টপেজ চালু হচ্ছে, সেগুলি হল-১৮১৮২ থাওয়ে-টাটা এক্সপ্রেস, বরাভূম (BBM) স্টেশনে কার্যকর হবে আগামী ৩০ জানুয়ারি ২০২৬ থেকে।৬৩৫২০ বোকারো স্টিল সিটি-আসানসোল প্যাসেঞ্জার, বেগুনকোদর (BKDR) স্টেশনে কার্যকর হবে আগামী ৩১ জানুয়ারি ২০২৬ থেকে।
advertisement
3/5
১৮১৮১ টাটা-থাওয়ে এক্সপ্রেস, বার্নপুর (BURN) স্টেশনে কার্যকর হবে আগামী ৩১ জানুয়ারি ২০২৬ থেকে।১৮১৮২ থাওয়ে-টাটা এক্সপ্রেস, বার্নপুর (BURN) স্টেশনে, কার্যকর হবে আগামী ৩০ জানুয়ারি ২০২৬ থেকে।৬৩৫২০ বোকারো স্টিল সিটি-বার্নপুর প্যাসেঞ্জার, ঝালিদা স্টেশনে কার্যকর হবে আগামী ৩১ জানুয়ারি ২০২৬ থেকে।৬৮০৬১ আদ্রা-আসানসোল প্যাসেঞ্জার, মুরাদিহ (MDF) স্টেশনে কার্যকর হবে আগামী ৩১ জানুয়ারি ২০২৬ থেকে।
advertisement
4/5
৬৩৫২০ বোকারো স্টিল সিটি-আসানসোল প্যাসেঞ্জার,  পুন্ডাগ (PNW) স্টেশনে কার্যকর হবে আগামী ৩১ জানুয়ারি ২০২৬ থেকে।৬৮০৭৬ ভোজুডিহ-আদ্রা প্যাসেঞ্জার, রুকনি (RUI) স্টেশনে কার্যকর হবে আগামী ৩১ জানুয়ারি ২০২৬ থেকে।১৮০১২ চক্রধরপুর-হাওড়া এক্সপ্রেস, ফুলেশ্বর স্টেশনে কার্যকর হবে আগামী ৩১ জানুয়ারি ২০২৬ থেকে।
advertisement
5/5
দক্ষিণ-পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের যাতায়াত আরও স্বচ্ছন্দ ও সুবিধাজনক করে তুলতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও পরিষেবা উন্নয়নে রেলওয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Indian Railways: যাত্রীদের জন্য বড় খবর! আদ্রা ডিভিশনে একাধিক ট্রেন পাচ্ছে নতুন স্টপেজ, দেখে নিন কোন ট্রেন কোথায় দাঁড়াবে
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল