TRENDING:

Bird Festival: শুরু হল সুন্দরবনের মেগা বার্ড ফেস্টিভ্যাল, ইউরোপ থেকে উড়ে এলেন অতিথিরা! বিশেষজ্ঞদের হানা পাখিদের ডেরায়

Last Updated:
Sundarban Bird Festival: তৃতীয় পাখি উৎসবে ১২ টি বিপন্ন প্রজাতির পাখির দেখা মিলেছিল বলে রিপোর্টে উল্লেখ করেছিল সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প।
advertisement
1/6
সুন্দরবনে বার্ড ফেস্টিভ্যাল, ইউরোপ থেকে উড়ে এলেন অতিথিরা! বিশেষজ্ঞদের হানা পাখিদের ডেরায়
তিন তিনবার সফল পাখি উৎসবের পর আবারও সুন্দরবন শুরু হচ্ছে চতুর্থ পাখি উৎসব। ২৩ জানুয়ারি থেকে এদিন ২৭  জানুয়ারি পর্যন্ত চলবে এই পাখি উৎসব। প্রতিবারের মত এবারও ছয়টি দলে মোট ২৪ জন পাখি প্রেমী এই উৎসবে অংশগ্রহন করছেন। (তথ্য ও ছবি - সুমন সাহা)
advertisement
2/6
তবে এবার দুই বিদেশি পাখি প্রেমীরা এই উৎসবে অংশ নিচ্ছেন। ইউরোপ থেকে তাঁরা ইতিমধ্যেই চলে এসেছেন সুন্দরবনে। প্রতিটি দলে চারজন করে পাখি প্রেমী, একজন করে পাখি বিশেষজ্ঞ ও একজন করে বন কর্মী থাকবেন, যিনি গোটা দলের পথ নির্দেশক হিসেবে কাজ করবেন।
advertisement
3/6
২০২৫ সালে সুন্দরবনে পাখি উৎসব অনুষ্ঠিত হয়েছিল জানুয়ারির গোঁড়ার দিকে। তৃতীয় পাখি উৎসবে মোট ১৫৪ টি প্রজাতির পাখির দেখা মিলেছিল সুন্দরবনে। যা ছিল দ্বিতীয় পাখি উৎসবের তুলনায় অনেকটাই বেশি ছিল। এরমধ্যে ৫১ টি পরিযায়ী প্রজাতির পাখির দেখা মিলেছিল। আর ১০৩ টি প্রজাতির আবাসিক পাখির দেখা মিলেছিল।
advertisement
4/6
প্রথম পাখি উৎসবে দেখা মিলেছিল মোট ১৪৫টি প্রজাতির পাখি। পাঁচ হাজারের বেশি পাখি সেবার দেখেছিলেন পাখি প্রেমীরা। তবে প্রতিবারই পাখির সংখ্যা বেড়েছে। শেষ পাখি উৎসবে ৩১ হাজারের বেশি পাখির দেখা মিলেছিল। তবে এবার আরও বেশি পাখির দেখা মিলবে বলেই আশাবাদী বন দফতর।
advertisement
5/6
পাঁচ দিনের এই পাখি উৎসবে পাখি প্রেমীরা সুন্দরবনের এক একটি রেঞ্জ এলাকায় ঘুরে বেড়াবেন। নির্জনে সেই এলাকায় জলযানে ঘুরে ঘুরে পাখিদের ছবি তুলবেন, পাখিদের প্রজাতি ও ঘনত্ব সেখানকার আবহাওয়া ও জলবায়ুর পরিমাপ সংগ্রহ করবেন বিশেষজ্ঞরা। পরে সেসব বিশ্লেষণ করেই পাখির সংখ্যা, প্রজাতি সহ পাখিদের পছন্দের স্থান নির্ধারণ করবেন বিশেষজ্ঞরা।
advertisement
6/6
প্রতিবছর এলাকায় পাখিদের সংখ্যা বাড়ছে। বাড়ছে পরিযায়ী পাখিদের সংখ্যাও। চতুর্থ পাখি উৎসবে আরও বেশি সংখ্যায় পাখিদের দেখা মিলবে বলে আশাবাদী। এবার দুজন ইউরোপীয় পাখি প্রেমী এই উৎসবে অংশ নিচ্ছেন। ফলে সুন্দরবন পাখি উৎসব দেশের পাখি প্রেমীদের পাশাপাশি বিদেশের জনপ্রিয়তা পেয়েছে, সেটা স্পষ্ট। (তথ্য ও ছবি - সুমন সাহা)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Bird Festival: শুরু হল সুন্দরবনের মেগা বার্ড ফেস্টিভ্যাল, ইউরোপ থেকে উড়ে এলেন অতিথিরা! বিশেষজ্ঞদের হানা পাখিদের ডেরায়
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল