TRENDING:

Saraswati Puja 2026: বছর পেরিয়েও বাজার কাঁপাচ্ছে 'অপারেশন সিঁদুর', অপেশাদার হাতের এই মণ্ডপ দেখলে চমকে যাবেন!

Last Updated:
Saraswati Puja 2026: কোনও পেশাদার শিল্পী নয়, বরং কোচিং সেন্টারের একঝাঁক পড়ুয়া দিন-রাত এক করে নিজেদের হাতে তৈরি করেছে এই মণ্ডপ।
advertisement
1/5
বছর পেরিয়েও বাজার কাঁপাচ্ছে 'অপারেশন সিঁদুর', অপেশাদার হাতের এই মণ্ডপ দেখলে চমকে যাবেন!
শুধুমাত্র দুর্গাপুজো বা কালীপুজো নয়। এবার সরস্বতী পুজোতেও থিমের ছড়াছড়ি। তার মধ্যে বছর পেরিয়ে অপারেশন সিঁদুর থিম নজর কেড়েছে মানুষের। (তথ্য ও ছবি - সুমন সাহা)
advertisement
2/5
বিদ্যার দেবী মা সরস্বতীর আরাধনায় যখন মেতেছে গোটা বাংলা, তখন গঙ্গাসাগরের কচুবেড়িয়া ইয়ুথ কেরিয়ার কোচিং সেন্টার-এর ছাত্র-ছাত্রীরা এই থিমে মাতিয়ে দিয়েছে। কেবল বই-খাতায় সীমাবদ্ধ না থেকে, সৃজনশীলতার এক অনন্য নিদর্শন তুলে ধরেছে তারা।
advertisement
3/5
তাদের এ বছরের পুজোর মূল আকর্ষণ হল অপারেশন সিঁদুর থিম। কোনও পেশাদার শিল্পী নয়, বরং কোচিং সেন্টারের একঝাঁক পড়ুয়া দিন-রাত এক করে নিজেদের হাতে তৈরি করেছে এই মণ্ডপ। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে হাড়ভাঙা খাঁটুনি আর অদম্য জেদকে সম্বল করে ছাত্র-ছাত্রীরা এই মণ্ডপটি সাজিয়ে তুলেছে।
advertisement
4/5
অপারেশন সিঁদুর’ থিমটির মাধ্যমে এক বিশেষ বার্তা দেওয়ার চেষ্টা করেছে তারা, যা দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সকাল থেকেই ভিড় চোখে পড়ার মতো।
advertisement
5/5
তবে শুধু এই মণ্ডপ নয়, এলাকার বিভিন্ন জায়গায় সরস্বতী পুজোকে কেন্দ্র করে চূড়ান্ত ব্যস্ততা পড়ুয়াদের মধ্যে। দেবীর আরাধনায় সকাল থেকে মাতোয়ারা হয়ে উঠেছে আট থেকে আশি। (তথ্য ও ছবি - সুমন সাহা)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Saraswati Puja 2026: বছর পেরিয়েও বাজার কাঁপাচ্ছে 'অপারেশন সিঁদুর', অপেশাদার হাতের এই মণ্ডপ দেখলে চমকে যাবেন!
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল