Siliguri Traffic Update: প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শহরে গাড়ির ভিড়, শিলিগুড়িতে কোথায় কোথায় থমকে যেতে পারে ট্রাফিক! জানুন
- Reported by:Ricktik Bhattacharjee
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Siliguri Traffic Update: ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শিলিগুড়ি শহরের একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিমানবন্দর ও এনজেপিগামী যাত্রীদের জন্য বিকল্প রাস্তার নির্দেশিকা দিল ট্রাফিক পুলিশ
advertisement
1/6

সপ্তাহের প্রথম দিন সোমবার, ২৬ জানুয়ারি—প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শিলিগুড়ি শহরে সকাল থেকেই যানবাহনের ওপর চাপ বাড়ার আশঙ্কা। একদিকে উন্নয়নমূলক রাস্তার কাজ, অন্যদিকে একাধিক র‍্যালি ও অনুষ্ঠান—সব মিলিয়ে শহরের প্রধান সড়কগুলিতে ধীরগতির যান চলাচল হতে পারে বলে জানাল শিলিগুড়ি ট্রাফিক পুলিশ। (ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
2/6
দার্জিলিং মোড় ক্রসিং, কাছাড়ি রোডের হকার্স কর্নার, NH-10-এর শিলিগুড়ি গেট থেকে চম্পাসারি মোড় এবং শালুগাড়া এলাকায় চলমান নির্মাণ ও মেরামতির কাজ যানজটের সম্ভাবনা বাড়াচ্ছে। সাহুডাঙ্গি–আমবাড়ি লিঙ্ক ব্রিজে নতুন সেতু নির্মাণের জন্য পুরনো সেতু বন্ধ থাকায় নওপাড়া মোড় হয়ে বিকল্প পথে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
3/6
প্রজাতন্ত্র দিবসের সকালে একাধিক র‍্যালির কারণেও যান চলাচল ব্যাহত হতে পারে। সকাল ৫টা থেকে ৭টার মধ্যে দার্জিলিং পাবলিক স্কুল থেকে উত্তরকন্যা পর্যন্ত ছাত্রছাত্রীদের সাইকেল র‍্যালি এবং সকাল ৭টা থেকে বাগডোগরা এলাকায় বাইক র‍্যালি অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল ১০টা থেকে হরিহর হাই স্কুল থেকে হাতিমোড় পর্যন্ত আরও একটি ছাত্র র‍্যালির ঘোষণা রয়েছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/6
উৎসবের আবহে ভিড় বাড়ার আশঙ্কাও রয়েছে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সিটি সেন্টার মল এলাকা, খাপরাইল মোড় রোড এবং গজলডোবা অভিমুখে সারা দিনই ধীরগতির যান চলাচল হতে পারে। পাশাপাশি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম মেলা গ্রাউন্ডে চলা ‘২য় আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা ২০২৬’-এর কারণে বিকেল থেকে রাত পর্যন্ত বিধান রোডে চাপ বাড়বে।
advertisement
5/6
এদিকে হাসপাতাল মোড় থেকে কাঞ্চনজঙ্ঘা সুইমিং পুল, সূর্যসান পার্ক অভিমুখে নবীন সেন রোড, শালুগাড়া হাট, ফুলবাড়ি হাট ও আমবাড়ি হাট এলাকায় নির্দিষ্ট সময়ে যানজটের সম্ভাবনার কথা জানিয়েছে ট্রাফিক পুলিশ। এসব এলাকায় বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
advertisement
6/6
যাত্রীসাধারণের সুবিধার্থে বিমানবন্দর ও এনজেপি স্টেশনগামী গাড়ির জন্য কাওয়াখালি–নৌকাঘাট–খাপরাইল রুটসহ একাধিক বিকল্প পথ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। শহরের দিকে পণ্যবাহী যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ রাখা হয়েছে। ট্রাফিক নিয়ম মেনে চলা ও রিয়েল-টাইম আপডেটের জন্য ‘Siliguri Traffic Official’ পেজ অনুসরণ করার আহ্বান জানিয়ে শিলিগুড়ি ট্রাফিক পুলিশ নিরাপদ ও সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে।(ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Siliguri Traffic Update: প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শহরে গাড়ির ভিড়, শিলিগুড়িতে কোথায় কোথায় থমকে যেতে পারে ট্রাফিক! জানুন