TRENDING:

Snake Rescue Training: বৈজ্ঞানিক ও নিরাপদ পদ্ধতিতে বাগে আসবে বিষধররা! হাতে-কলমে সাপ ধরার প্রশিক্ষণ কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের

Last Updated:
Siliguri Snake Rescue Training: কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের উদ্যোগে বনকর্মীদের জন্য স্নেক রেসকিউ ট্রেনিং ওয়ার্কশপ। সাপ উদ্ধারের সময় নিরাপদ ও বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়াই ছিল কর্মশালার মূল লক্ষ্য।
advertisement
1/5
বৈজ্ঞানিক ও নিরাপদ পদ্ধতিতে বাগে আসবে বিষধর সব সাপ! হাতে-কলমে প্রশিক্ষণ
কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের উদ্যোগে সম্প্রতি সফলভাবে অনুষ্ঠিত হল স্নেক রেসকিউ ট্রেনিং ওয়ার্কশপ। বনকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাপ উদ্ধারের সময় নিরাপদ ও বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়াই ছিল এই কর্মশালার মূল লক্ষ্য। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
2/5
কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের অধীন বিভিন্ন রেঞ্জে প্রতি বছর ৬০০-রও বেশি সাপ উদ্ধার করা হয় বলে জানানো হয়েছে। উদ্ধার হওয়া সাপগুলিকে পরে নিরাপদ ও উপযুক্ত প্রাকৃতিক আবাসস্থলে ছেড়ে দেওয়া হয়, যা মানুষ ও বন্যপ্রাণী-উভয়ের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
advertisement
3/5
এই নিয়মিত স্নেক রেসকিউ কার্যক্রমের ফলে স্থানীয় মানুষের মধ্যে নিরাপত্তাবোধ ও সচেতনতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সাপ যে পরিবেশের ভারসাম্য রক্ষায় অন্যতম গুরুত্বপূর্ণ প্রাণী, সেই বার্তাও সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে।
advertisement
4/5
কর্মশালাটি সফলভাবে সংগঠিত করার জন্য FONA, Madras Crocodile Bank Trust, পাশাপাশি বিশেষজ্ঞ শ্রেষ্ঠ্য তালুকদার ও চিত্রক প্রামাণিক-এর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেছে বন দফতর। তাঁদের অভিজ্ঞতা ও দিক নির্দেশনায় প্রশিক্ষণ আরও বাস্তবমুখী হয়ে ওঠে।
advertisement
5/5
এছাড়াও, পশ্চিমবঙ্গ বন দফতরের উদ্যোগে এবং C-DAC-এর কারিগরি সহায়তায়, কার্শিয়াং ফরেস্ট ডিভিশন-সহ রাজ্যের বিভিন্ন বন বিভাগে স’ মিল মালিকদের প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে বনজ সম্পদের টেকসই ব্যবহার এবং আইন মেনে কাঠশিল্প পরিচালনার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।(ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Snake Rescue Training: বৈজ্ঞানিক ও নিরাপদ পদ্ধতিতে বাগে আসবে বিষধররা! হাতে-কলমে সাপ ধরার প্রশিক্ষণ কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল