Siliguri News: বাংলায় ব্যাক টু ব্যাক তিনটি উৎসব! 'ফেস্টিভ্যাল মুডে' মাতোয়ারা শিলিগুড়ি, শহরে কী চলছে দেখুন
- Reported by:Ricktik Bhattacharjee
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Siliguri News: সরস্বতী পুজো, নেতাজি জয়ন্তী ও প্রজাতন্ত দিবস- পরপর তিন উৎসব। সেই ঘিরে শিলিগুড়ির বাজারগুলিতে কী চলছে জানেন?
advertisement
1/5

সরস্বতী পুজোর ঠিক আগমুহূর্তে শিলিগুড়ির বাজারে যেন একসঙ্গে তিন উৎসব হাজির। একদিকে বিদ্যার দেবীর আরাধনা, অন্যদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী ও প্রজাতন্ত্র দিবস— এই তিন উপলক্ষ মিলিয়ে শহরের বাজারে তৈরি হয়েছে আলাদা এক উৎসবী চিত্র। দোকানজুড়ে ঝুলছে শিশুদের ছোট ছোট শাড়ি, আবার তার পাশেই সাজানো দেশাত্মবোধক পোশাক। (ছবি ও তথ্যঃ ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
2/5
সরস্বতী পুজো মানেই সাদা-হলুদ শাড়ির আলাদা আবেদন। সেই আবেগে এবার সামিল হয়েছে খুদেরাও। দোকানগুলিতে চোখ রাখলেই দেখা যাচ্ছে, রেডি টু ওয়্যার শিশুদের শাড়ি, যা সহজে পরানো যায় এবং দেখতে বড়দের শাড়ির মতোই। বদলে যাওয়া সময়ের সঙ্গে তাল মিলিয়ে এখন অনেক অভিভাবকই সন্তানদের জন্য এই শাড়ি কিনছেন, যাতে পুজোর দিনে তাঁরাও সেজেগুজে সবার নজর কাড়তে পারে।
advertisement
3/5
একই সঙ্গে সামনে নেতাজি জয়ন্তী ও প্রজাতন্ত্র দিবস রয়েছে। ফলে বাজারে দেশাত্মবোধক পোশাকের চাহিদাও বেড়েছে। আজাদ হিন্দ ফৌজের আদলে তৈরি জামা, সাদা পায়জামা-পাঞ্জাবি ও তেরঙা জহর কোটে ভরে উঠেছে দোকান। স্কুল ও বিভিন্ন সংস্থার অনুষ্ঠানে অংশ নিতে ছোটদের জন্য এসব পোশাক এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
advertisement
4/5
বিধান মার্কেট থেকে মহাবিস্থান, হিলকার্ট রোড— শিলিগুড়ির প্রায় সব বাজারেই এই উৎসবী কেনাকাটার ছবি এক। ব্যবসায়ীদের কথায়, কয়েক বছর আগেও শিশুদের শাড়ির এতটা চাহিদা ছিল না। কিন্তু ট্রেন্ড বদলানোর সঙ্গে সঙ্গে এখন এই শাড়ির কদর বেড়েছে। গ্রামগঞ্জ থেকে নকশা করা ঢাকাই জামদানি, বুটিক, বেনারসি, জারদৌসি ও কাঁথা স্টিচের শাড়ি বাজারে আসছে, যার দাম সাধারণত ৫০০ টাকার আশেপাশে।
advertisement
5/5
বাজারে ঘুরতে আসা অভিভাবকদের চোখেমুখেও ধরা পড়ছে স্মৃতি আর আধুনিকতার মেলবন্ধন। এক সময় মায়ের পুরনো শাড়ি পরে সরস্বতী পুজোর আনন্দ নেওয়ার স্মৃতি আজও অনেকের মনে রয়ে গিয়েছে। তবে এখন খুদের মন টানে ঝুলিয়ে রাখা রঙিন শাড়ি আর বাহারি পোশাক। তাই তিনটি উৎসব মিলিয়ে শিলিগুড়ির বাজারে এখন একটাই কথা— উৎসব মানেই খুদেদের নতুন সাজ, শাড়ি আর দেশপ্রেমের রঙে রঙিন শহর। (ছবি ও তথ্যঃ ঋত্বিক ভট্টাচার্য)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Siliguri News: বাংলায় ব্যাক টু ব্যাক তিনটি উৎসব! 'ফেস্টিভ্যাল মুডে' মাতোয়ারা শিলিগুড়ি, শহরে কী চলছে দেখুন