TRENDING:

বাবা 'চট্টোপাধ্যায়', ছেলে 'চ্যাটার্জি'...! পদবির 'মিসম্যাচ' কেন? পাসপোর্ট, প্যানকার্ড নিয়ে SIR শুনানিতে শোভনদেব পুত্র সায়নদেব!

Last Updated:
Sayan Deb Chatterjee SIR: এসআইআর-এর খসড়া তালিকা প্রকাশের পর নানা ধরণের বিভ্রান্তি সামনে আসছে। এবার পদবীর ভুলে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের ছেলে সায়নদেব চ্যাটার্জিকে ডাকা হল এসআইআর-এর শুনানিতে। এসআইআর শুনানিতে হাজিরা দিতে ভবানীপুর গার্লস হাইস্কুলের কেন্দ্রে হাজির হলেন মন্ত্রী-পুত্র সায়নদেব।
advertisement
1/7
বাবা 'চট্টোপাধ্যায়', ছেলে 'চ্যাটার্জি'..! পদবির 'মিসম্যাচ' কেন? SIR শুনানিতে শোভনদেব পুত্র
এসআইআর-এর খসড়া তালিকা প্রকাশের পর নানা ধরণের বিভ্রান্তি সামনে আসছে। এবার পদবীর ভুলে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের ছেলে সায়নদেব চ্যাটার্জিকে ডাকা হল এসআইআর-এর শুনানিতে। এসআইআর শুনানিতে হাজিরা দিতে ভবানীপুর গার্লস হাইস্কুলের কেন্দ্রে হাজির হলেন মন্ত্রী-পুত্র সায়নদেব।
advertisement
2/7
রাজ্যের প্রবীণ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেস নেতা। শখ করে দুই ছেলের নাম চট্টোপাধ্যায় না রেখে পদবীতে চ্যাটার্জি রেখেছিলেন। কিন্তু তারই জেরে এবার পড়তে হল বিপাকে।
advertisement
3/7
এসআইআর-এ AI টেকনোলজি ব্যবহার করে, ঝাড়াই বাছাই শুরু হয়েছে। আর তাতেই প্রশ্ন উঠেছে বাবার নামে পদবীতে চট্টোপাধ্যায় অথচ ছেলে কেন চ্যাটার্জি? তাই অগত্যা শুনানিতে ডাক পড়েছে সায়নদেবের।
advertisement
4/7
আজ পাসপোর্ট প্যান কার্ড-সহ সমস্ত নথি নিয়ে তিনি হাজির হন ভবানীপুর গার্লস হাইস্কুলের হিয়ারিং সেন্টারে। তাঁর কাছ থেকে পাসপোর্টের তথ্য নিলেন নির্বাচন কমিশনের আধিকারিকেরা।
advertisement
5/7
কিন্তু মন্ত্রীপুত্রের প্রশ্ন, এ তথ্য তো তিনি আগেও দিয়েছেন! তবুও সায়ন দেব চ্যাটার্জিকে কেন শুনানিতে ডাকা হল?
advertisement
6/7
অন্যদিকে নির্বাচন কমিশনকে তোপ দেগে গতকাল শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “সার্টিফিকেটে ও ভোটার তালিকায় নামের বানান অন্য রয়েছে। তাতেই বলছে তোমার নাম বাদ যাবে। কেন যাবে? নির্বাচন কমিশন যদি আমার নাম ভুল তোলে, তার দায় আমি কেন নেব? এরকম ভূরি ভূরি অভিযোগ আমাদের কাছে আসছে। আমার ছেলে সায়নদেবের সঙ্গেও এমন হয়েছে।”
advertisement
7/7
প্রসঙ্গত, এর আগে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের পুত্র অতীশ আজিজ অভিযোগ করেছিলেন, খসড়া ভোটার তালিকায় তাঁর ও সেলিমের পদবী বদলে দেওয়া হয়েছিল। পদবীর জায়গায় লেখা ছিল অবস্থি। এই নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে। তারপর পদক্ষেপ করে কমিশন। ইআরও-র কাছে থেকে রিপোর্ট চেয়ে পাঠানো হয়। সেই রিপোর্ট পাওয়ার পর কমিশন জানায়, যে অভিযোগ করা হয়েছে, তার কোনও ভিত্তি নেই। মহম্মদ সেলিমের নাম সংক্রান্ত কোনও ভুল নেই।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
বাবা 'চট্টোপাধ্যায়', ছেলে 'চ্যাটার্জি'...! পদবির 'মিসম্যাচ' কেন? পাসপোর্ট, প্যানকার্ড নিয়ে SIR শুনানিতে শোভনদেব পুত্র সায়নদেব!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল