Howrah News: সরস্বতী পুজো আসতেই বাড়ছে ফুলের চাহিদা! হাওড়ায় ফুলের বাজারে ভিড়
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Ankita Tripathi
Last Updated:
অল্পে মণ্ডপ সৌন্দর্য গড়ে তুলতে ফুল-সহ গাছ, পুজোর আগে জোর বিকি-কিনি ফুল-সহ গাছ
advertisement
1/5

মণ্ডপ সাজাতে দারুন চাহিদা ফুল গাছের! সরস্বতী পুজোয় ফুলের টব ইনকা, জারবেরা, গোলাপ, চন্দ্রমল্লিকা, ডালিয়া-সহ বিভিন্ন ফুলের গাছ দারুন চাহিদা এই সময়। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/5
শীত মানেই রঙিন ফুল। সেই দিক থেকে এই সরস্বতী পুজোয় অল্পতে সুন্দর মণ্ডপ সজ্জায় মানুষের পছন্দের ফুলের টব। শীতে চারা গাছের পাশাপাশি ফুলের গাছের চায়িদা থাকে। সেই মত ফুল চাষিরা টবে ফুল ফোটাতে গাছ তৈরি করেন চাষিরা।
advertisement
3/5
সরস্বতী পুজো মানে ফুল ফোঁটা গাছের দারুন চাহিদা, তাতেই বাড়তি লাভের মুখ দেখছে কৃষক। আর এই সরস্বতী পুজোর আগে দম ফেলার সময় নেই ফুল চাষিদের।
advertisement
4/5
সারা বছর ফুল-ফলের গাছের চাহিদা থাকলেও এই শীতের সময় সিজন গাছের চাহিদা থাকে দারুন। সময়মত বাজার ধরতে না পারলে খরচ করে চাষ আবাদি বৃথা। যে কারণে এই সময় তৈরি জিনিস বিক্রি করতে ব্যস্ত থাকেন কৃষক ও স্থানীয় ব্যবসায়ীরা।
advertisement
5/5
হাওড়ার বাগনান ব্লকের বিভিন্ন গ্রাম ফুল চাষের জন্য বিখ্যাত। বাঁকুড়দহ হেলেদ্বীপ বিরামপুর-সহ বিভিন্ন গ্রামে শীতের মরশুমী ফুল গাছ নিতে মানুষ ভিড় জমাচ্ছে। আর এই সরস্বতী পুজোর আগে ফুল-সহ গাছ নিতে মানুষের হিড়িক। মূলত ঘরে ঘরে সরস্বতী পুজো এবং শিক্ষা প্রতিষ্ঠান ক্লাব প্রতিষ্ঠানের পুজোর মণ্ডপ সাজাতে চাহিদা থাকে গাছের। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Howrah News: সরস্বতী পুজো আসতেই বাড়ছে ফুলের চাহিদা! হাওড়ায় ফুলের বাজারে ভিড়