Saraswati Puja Market Price: সরস্বতী পুজোর আগে বাজারে আগুন! বেগুন, ফুলকপি থেকে শুরু করে আপেল, কুল—সবকিছুর আকাশছোঁয়া নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তের
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Saraswati Puja Market Price: সরস্বতী পুজোর আগে বাজারে সবজি ও ফলের দাম বেড়েছে। উৎসবের মুখে মূল্যবৃদ্ধিতে চিন্তায় পড়েছেন সাধারণ ও মধ্যবিত্ত ক্রেতারা
advertisement
1/5

সরস্বতী পুজোকে সামনে রেখে সকাল থেকেই বাজারে উপচে পড়ছে ক্রেতাদের ভিড়। বড় বড় ব্যাগ হাতে বাঙালিরা ভিড় জমাচ্ছেন সবজি বাজার, ফলের দোকান থেকে শুরু করে ঠাকুরের সামগ্রীর দোকানগুলিতে। পুজোর আগে বাজার না করলে বিপাকে পড়তে হতে পারে, তাই আগেভাগেই বাজারের দরদাম জেনে নেওয়াই বুদ্ধিমানের।
advertisement
2/5
বর্তমানে সবজি বাজারে যে দর চলছে, তাতে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। বাজারে বাঁধাকপির দাম কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা, ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা, বেগুন ৭০ থেকে ৮০ টাকা, মিষ্টি আলু ৪০ টাকা, গাজর ৪০ টাকা, শিম ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও শাকালু ৬০ টাকা, দেশি কুল ৩০ টাকা কেজি।
advertisement
3/5
ফলের বাজারেও দাম কম নয়। আপেল ১৬০ টাকা কেজি, কমলালেবু ১০ থেকে ১৫ টাকা পিস, পেয়ারা ও আপেল কুল ১০০ টাকা কেজি, নারকেল কুল ও বেদানা ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শসার দামও বেড়ে দাঁড়িয়েছে ৫০ টাকা কেজিতে। ঠাকুরের সামগ্রীর দোকানেও পুজোর বাজার গরম।
advertisement
4/5
ঠাকুরের দাম মোটামুটি দেড়শ টাকা থেকে শুরু করে প্রয়োজন অনুযায়ী বাড়ছে। পলাশ ফুলের মরসুম পুরোপুরি না এলেও এখনই কুড়ি টাকা করে ভাগা বিক্রি হচ্ছে। বাজার করতে এসে এক ক্রেতা শর্মিষ্ঠা দাসের আক্ষেপ, “হাজার টাকা নিয়ে বাজারে এলেও ব্যাগ ভরে না, কিন্তু টাকার ব্যাগ ফাঁকা হয়ে যায়। কয়েকটা জিনিস কিনলেই টাকা শেষ হয়ে যাচ্ছে।
advertisement
5/5
একসময় যে বাঁধাকপি বা অন্যান্য শাকসবজি ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে মিলত, বর্তমানে সেই সবজির দাম কার্যত দ্বিগুণ। পুজোর মুখে এই মূল্যবৃদ্ধি সাধারণ মধ্যবিত্ত পরিবারগুলিকে বাড়তি চাপে ফেলেছে বলেই মত বাজার করতে আসা বহু ক্রেতার।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Saraswati Puja Market Price: সরস্বতী পুজোর আগে বাজারে আগুন! বেগুন, ফুলকপি থেকে শুরু করে আপেল, কুল—সবকিছুর আকাশছোঁয়া নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তের