Purulia News: চরম ভোগান্তি! পুরুলিয়া-হাওড়া ট্রেন পরিষেবা নিয়ে ক্ষোভ উগরে দিলেন যাত্রীরা, আশ্বাস রেলের
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- hyperlocal
- Published by:Riya Das
Last Updated:
Purulia News: সঠিক সময়ে ট্রেন না চললে সমস্যা বাড়ছে, যাত্রীদের আশ্বাস পুরুলিয়ার সাংসদ ও রেল বিভাগের!
advertisement
1/6

পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: রাজ্যের পর্যটন মানচিত্রে অন্যতম জঙ্গলমহলের পুরুলিয়া জেলা। এই জেলার যোগাযোগ মাধ্যমের গুরুত্বপূর্ণ রেলপথ। তবে পুরুলিয়া থেকে কলকাতা যোগাযোগের জন্য হাতে গোনা মাত্র কয়েকটি ট্রেন রয়েছে।
advertisement
2/6
পুরুলিয়া থেকে হাওড়া যাওয়ার জন্য এবং হাওড়া থেকে পুরুলিয়া আসার জন্য রয়েছে পাঁচটি ট্রেন। পুরুলিয়া-হাওড়া মেমু ট্রেন, পুরুলিয়া-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, রূপসী বাংলা এক্সপ্রেস, পুরুলিয়া-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, চক্রধরপুর-হাওড়া এক্সপ্রেস। এই সমস্ত ট্রেনের উপর নির্ভর করতে হয় যাত্রীদের।ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
3/6
বিগত বেশ কিছু দিনে ট্রেন যথাসময়ে না চলার কারণে ভোগান্তির শিকার হতে হয়েছে যাত্রীদের। কখনও কখনও এই সাড়ে পাঁচ থেকে ছয় ঘণ্টা সফরের দূরত্ব অতিক্রম করতে আট থেকে নয় ঘণ্টাও অপেক্ষা করতে হত যাত্রীদের। বারংবার ক্ষোভ উগড়ে দিয়েছেন যাত্রীরা। ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
4/6
এ বিষয়ে পুরুলিয়া সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, বিষয়টি নিয়ে রেলমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হয়েছে। মাঝে প্রায় প্রত্যেকদিনই পুরুলিয়া হাওড়া ট্রেন দেরিতে চলছিল। বর্তমানে সেই পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। রেলের কাজ চলার কারণে এই সমস্যা তৈরি হয়েছিল। আশা করা যাচ্ছে আগামী দিনে রেল পরিষেবা আরও উন্নত হবে।ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
5/6
এ বিষয়ে চিফ পাবলিক রিলেশন অফিসার ওম প্রকাশ চারণ বলেন, বেশ কিছু কারণে এই সমস্যা তৈরি হয়েছিল বিগত দিনে। তবে বর্তমানে সঠিক সময়ে ট্রেন পরিষেবার দিচ্ছেন তারা। কোনওরকম ইমারজেন্সি বা কোনও দুর্ঘটনা ঘটলে সে ক্ষেত্রে ট্রেনের সমস্যা হতে পারে। এছাড়া প্রতিদিনই সঠিক সময়ে এই ট্রেন গুলি চলছে।ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
6/6
বহু নিত্যযাত্রী থেকে পর্যটক প্রতিনিয়ত এই ট্রেন গুলির উপর নির্ভর করে পুরুলিয়া-হাওড়া যাতায়াত করেন। সঠিক সময়ে ট্রেন না চললে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় তাদের। আগামী দিনেও যাতে সঠিক সময় ট্রেন পরিষেবা সচল থাকে সেদিকেই তাকিয়ে জঙ্গলমহলবাসী।ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Purulia News: চরম ভোগান্তি! পুরুলিয়া-হাওড়া ট্রেন পরিষেবা নিয়ে ক্ষোভ উগরে দিলেন যাত্রীরা, আশ্বাস রেলের