Weather Update: পাহাড়ে ঠান্ডার স্পেল, দার্জিলিংয়ে বরফ পড়ার সম্ভাবনা! কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহান্তে কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া, জানুন
- Reported by:Partha Pratim Sarkar
- local18
- Published by:Aishwarya Purkait
Last Updated:
North Bengal Weather Update: দক্ষিণবঙ্গে শীতের বিদায় ঘণ্টা বাজলেও উত্তরবঙ্গে ঠান্ডা জাঁকিয়ে রয়েছে। এবার সেই পারদ আরও নামার আশঙ্কা। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ে তুষারপাতও হতে পারে।
advertisement
1/6

জানুয়ারির শেষলগ্নে শীতের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। দক্ষিণবঙ্গে ধীরে ধীরে চড়ছে পারদ। তবে উত্তরবঙ্গে ঠান্ডার স্পেল চলছে। ভোরের দিকে কুয়াশার দাপট। পাহাড় হালকা মেঘলা। কনকনে ঠান্ডা। পাহাড় ভ্রমণের জন্য এক্কেবারে মনোরম আবহ যাকে বলে আর কী। দিনের বেলা তাপমাত্রার সামান্য হেরফের। সপ্তাহান্তে কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া, জেনে নিন আবহাওয়ার মেগা আপডেট।
advertisement
2/6
দক্ষিণবঙ্গে ভোরের দিকে এবং রাতের দিকে হালকা ঠান্ডা অনুভূতি হলেও বেলায় বাড়তেই চড়ে পারদ। তবে উত্তরবঙ্গে ঠান্ডা জাঁকিয়ে রয়েছে। এবার সেই পারদ আরও নামার আশঙ্কা। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, দার্জিলিংয়ে তুষারপাতও হতে পারে।
advertisement
3/6
দার্জিলিংয়ের আকাশ মেঘলা। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ ঠান্ডা আবহ। তাপমাত্রা ৭ ডিগ্রি। কালিম্পংয়েও মেঘলা আকাশ। বেলা বাড়ার সঙ্গে হালকা রোদের দেখা। তাপমাত্রা ৯ ডিগ্রি। শিলিগুড়ির আকাশ পরিষ্কার। সকাল এবং সন্ধ্যায় বেশ ঠান্ডা। তাপমাত্রা ১২-১৩ ডিগ্রি।
advertisement
4/6
জলপাইগুড়িতে পরিষ্কার আকাশ। গত চব্বিশ ঘণ্টায় সর্বচ্চ তাপমাত্রা ছিল ২৭.০৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১১.০৮ ডিগ্রি সেলসিয়াস। ডুয়ার্সে গত চব্বিশ ঘণ্টায় সর্বচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১২ ডিগ্রি সেলসিয়াসে।
advertisement
5/6
আলিপুরদুয়ারে বেশ পরিষ্কার আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারে পরিষ্কার রৌদ্রজ্বল আকাশ। সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াস। দুই দিনাজপুরেই বেশ ঠান্ডা।
advertisement
6/6
ইসলামপুরে পরিষ্কার রোদ ঝলমলে আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। গঙ্গারামপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Weather Update: পাহাড়ে ঠান্ডার স্পেল, দার্জিলিংয়ে বরফ পড়ার সম্ভাবনা! কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহান্তে কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া, জানুন