North Bengal Weather Forecast: মকর সংক্রান্তিতে পারদ বাড়লেও হু হু করে বইছে উত্তুরে হাওয়া! কী হতে চলেছে পাহাড়ে, জানিয়ে দিল আবহাওয়া দফতর
- Reported by:Partha Pratim Sarkar
- local18
- Published by:Madhab Das
Last Updated:
North Bengal Weather Forecast: মকর সংক্রান্তিতে তাপমাত্রার পারদ রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি বেড়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। তবে তাপমাত্রার পারদ বাড়লেও যেভাবে হু হু করে উত্তুরে হাওয়া বইছে, আর তার ফলে কী হতে চলেছে পাহাড়ে তা জানাল আবহাওয়া দফতর।
advertisement
1/5

মকর সংক্রান্তিতে তাপমাত্রার পারদ রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি বেড়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। তবে তাপমাত্রার পারদ বাড়লেও যেভাবে হু হু করে উত্তুরে হাওয়া বইছে, আর তার ফলে কী হতে চলেছে পাহাড়ে তা জানাল আবহাওয়া দফতর।
advertisement
2/5
শুক্রবার উত্তরবঙ্গের আকাশ মূলত ঝাঁ চকচকে, কুয়াশা না থাকার কারণে রৌদ্রজ্জ্বল আবহাওয়া বজায় থাকলেও হিমেল হাওয়ার কারণে বজায় রয়েছে কনকনে ঠান্ডা। আর এই হিমেল হাওয়ার কারণেই নতুন করে পারদ পড়তে পারে এমনই মনে করা হচ্ছে।
advertisement
3/5
বুধবার শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির আকাশ পরিষ্কার। কালিম্পংয়ে হালকা কুয়াশার দেখা মিলছে। অন্যদিকে আলিপুরদুয়ারের আকাশও আংশিক মেঘলা। তবে কোচবিহার, উত্তর দিনাজপুর, ইসলামপুর, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুরের আকাশ পরিষ্কার রয়েছে।
advertisement
4/5
আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে মঙ্গলবার আবহাওয়া সংক্রান্ত যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে তা থেকে জানা যাচ্ছে, এদিন মালদহের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৪ থেকে ৪.৮ ডিগ্রি সেলসিয়াস, কোচবিহারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৯ ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৬ ডিগ্রি সেলসিয়াস, আলিপুরদুয়ারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস, রায়গঞ্জের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৫ ডিগ্রি সেলসিয়াস, কালিম্পংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস, বাগডোগরা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৮ ডিগ্রি সেলসিয়াস, বালুরঘাটের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
5/5
আলিপুর আবহাওয়া দফতরের তরফে আবহাওয়া সংক্রান্ত পূর্বাভাসে যা জানানো হয়েছে তাতে রবিবার পর্যন্ত দার্জিলিংয়ের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। দার্জিলিং এর মতোই আবহাওয়া শুষ্ক থাকবে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই। তবে কুয়াশার পরিমাণ আগামী কয়েক দিনে বাড়তে পারে এবং তার কারণে দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটার থাকতে পারে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
North Bengal Weather Forecast: মকর সংক্রান্তিতে পারদ বাড়লেও হু হু করে বইছে উত্তুরে হাওয়া! কী হতে চলেছে পাহাড়ে, জানিয়ে দিল আবহাওয়া দফতর