TRENDING:

Siliguri News: শহরের রাস্তায় আর নয় 'মৃত্যুফাঁদ'! এবার কড়া সিদ্ধান্ত নিল শিলিগুড়ি পুরনিগম

Last Updated:
Siliguri News: শিলিগুড়ি শহরের রাস্তায় ডাম্পার ও ভারী যানবাহনের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে বড় সিদ্ধান্ত নিল শিলিগুড়ি পুরনিগম। একের পর এক দুর্ঘটনা, প্রাণহানি এবং যানজটের অভিযোগের পর অবশেষে শহরের ভিতরে ডাম্পার চলাচলে কড়া নিষেধাজ্ঞা জারি করার পথে প্রশাসন।
advertisement
1/5
শহরের রাস্তায় আর নয় মৃত্যুফাঁদ! ডাম্পার চলাচলে রাশ টানল শিলিগুড়ি পুরনিগম
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : শিলিগুড়ি শহরের রাস্তায় ডাম্পার ও ভারী যানবাহনের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে বড় সিদ্ধান্ত নিল শিলিগুড়ি পুরনিগম। একের পর এক দুর্ঘটনা, প্রাণহানি এবং যানজটের অভিযোগের পর অবশেষে শহরের ভিতরে ডাম্পার চলাচলে কড়া নিষেধাজ্ঞা জারি করার পথে প্রশাসন। মেয়র গৌতম দেবের নেতৃত্বে একাধিক বৈঠকের পর এই সিদ্ধান্ত কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে।
advertisement
2/5
সম্প্রতি পুরনিগম এলাকার ১ নম্বর ওয়ার্ডে ডাম্পারের ধাক্কায় এক কিশোরের মৃত্যুর ঘটনা নতুন করে আলোড়ন ফেলে দেয়। অভিযোগ ওঠে, সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ডাম্পার চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছিল না। এমনকি রাতের দিকেও ভারী যান চলাচল করছিল শহরের ভিতরের গুরুত্বপূর্ণ রাস্তায়। এই পরিস্থিতি নিয়ে বিরোধীদের তরফেও বারবার প্রশ্ন তোলা হয় পুরনিগম বোর্ড মিটিংয়ে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
ঘটনার পর মেয়র ডাম্পার মালিক সংগঠন, ট্রাফিক পুলিশ এবং পুরনিগম কর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, শহরের ভেতরে কোনও ভারী মালবোঝাই যান চলাচল করতে পারবে না। জাতীয় সড়ক থেকে পণ্য পরিবহণের ক্ষেত্রে ছোট গাড়ি বা ভ্যানে মাল নামিয়ে শহরে ঢুকতে হবে। সরকারি কাজ থাকলেও ডাম্পার ঢোকার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মানতে হবে বলে জানানো হয়েছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
মেয়র গৌতম দেব স্পষ্টভাবে জানান, মানুষের প্রাণের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু হতে পারে না। সরকারের নির্দেশিকা মেনে দ্রুত রেজোলিউশন তৈরি করে জেলা ও নগরায়ণ দফতরে পাঠানো হবে। আগামী ১০ দিনের মধ্যেই জিও জারি করে এই নিয়ম কার্যকর করা হবে। একই সঙ্গে পুলিশ ও ট্রাফিক বিভাগের সহযোগিতায় নজরদারি বাড়ানো হবে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
পুরনিগম সূত্রে খবর, শিলিগুড়ি শহর ও সংলগ্ন এলাকায় আগামী দিনে ডাম্পার ও ভারী যান চলাচল পুরোপুরি নিয়ন্ত্রিত হবে। শহরবাসীর দীর্ঘদিনের দাবি মেনে নেওয়ায় সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেললেও, এই সিদ্ধান্ত বাস্তবে কতটা কঠোরভাবে কার্যকর হয়, সেদিকেই এখন নজর সকলের।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Siliguri News: শহরের রাস্তায় আর নয় 'মৃত্যুফাঁদ'! এবার কড়া সিদ্ধান্ত নিল শিলিগুড়ি পুরনিগম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল