TRENDING:

কৃষ্ণনগর-আমাঘাটা লাইনের মাঝে রোড স্টেশনে নতুন স্টেশন? নদিয়ায় সুখবর! হয়ে গেল পরিদর্শন-পর্যবেক্ষণ

Last Updated:
Nadia News: বর্তমানে এই অঞ্চলটি অত্যন্ত জনবহুল হয়ে উঠেছে। রোড স্টেশনে নতুন করে রেলস্টেশন নির্মিত হলে শুধুমাত্র স্থানীয় বাসিন্দারাই নয়, ঠাকুরতলা, বিষ্ণুপুর, কানাইনগর, ভালুকা সহ নবদ্বীপ বিধানসভার বিস্তীর্ণ অংশের যাত্রীরাও ব্যাপকভাবে উপকৃত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
advertisement
1/6
কৃষ্ণনগর-আমাঘাটা লাইনের মাঝে রোড স্টেশনে নতুন স্টেশন? নদিয়ায় সুখবর! হয়ে গেল পরিদর্শন
নদিয়া জেলার কৃষ্ণনগর ও আমাঘাটা রেললাইনের মধ্যবর্তী রোড স্টেশন নামক স্থানে নতুন করে রেলস্টেশন নির্মাণের দাবিতে পরিদর্শন ও পর্যবেক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই পরিদর্শনে উপস্থিত ছিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার এবং কৃষ্ণনগরের রানী মা অমৃতা রায়।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষ্ণনগর–আমাঘাটা লাইনের এই রোড স্টেশন এলাকায় অতীতে যখন ছোট ট্রেন চলাচল করত, তখন এখানে একটি স্টেশন ছিল। সময়ের সঙ্গে সেই স্টেশন উঠে গেলেও এলাকার গুরুত্ব কমেনি।
advertisement
3/6
বর্তমানে এই অঞ্চলটি অত্যন্ত জনবহুল হয়ে উঠেছে। রোড স্টেশনে নতুন করে রেলস্টেশন নির্মিত হলে শুধুমাত্র স্থানীয় বাসিন্দারাই নয়, ঠাকুরতলা, বিষ্ণুপুর, কানাইনগর, ভালুকা সহ নবদ্বীপ বিধানসভার বিস্তীর্ণ অংশের যাত্রীরাও ব্যাপকভাবে উপকৃত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
advertisement
4/6
এদিন পরিদর্শনের সময় সাংসদ জগন্নাথ সরকার জানান, এলাকার জনসংখ্যা, যাত্রীচাহিদা ও যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব বিচার করলে এখানে একটি স্টেশন অত্যন্ত প্রয়োজনীয়।
advertisement
5/6
স্টেশন নির্মাণ হলে একদিকে যেমন সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে, তেমনই অন্যদিকে ভারতীয় রেল-এর যাত্রী সংখ্যা ও রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।তিনি আরও জানান, এই দাবিকে বাস্তবায়িত করার জন্য শীঘ্রই পূর্ব রেলওয়ে দফতরের কাছে লিখিত আবেদন জানানো হবে।
advertisement
6/6
স্থানীয় বাসিন্দারাও এদিন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত রোড স্টেশনে রেল স্টেশন নির্মাণের দাবী তোলেন। তার পাশাপাশি আম ঘাটা থেকে স্বরুপগঞ্জ ঘাট পর্যন্ত রেল পরিষেবা চালু হওয়ার দাবিও তোলেন তারা।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
কৃষ্ণনগর-আমাঘাটা লাইনের মাঝে রোড স্টেশনে নতুন স্টেশন? নদিয়ায় সুখবর! হয়ে গেল পরিদর্শন-পর্যবেক্ষণ
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল