NBSTC AC Sleeper bus: পথে নামছে সরকারি এসি স্লিপার ভলভো বাস, কম খরচে ঘুরে আসুন পাহাড় থেকে ডুয়ার্স
- Reported by:Ricktik Bhattacharjee
- local18
- Published by:Ratnadeep Ray
Last Updated:
NBSTC AC Sleeper bus: শিলিগুড়িকে কেন্দ্র করে যাত্রা শুরু করতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ছয়টি অত্যাধুনিক স্লিপার ভলভো বাস। দীর্ঘপথের যাত্রীদের স্বপ্নের আরাম এবার বাস্তব হতে চলেছে রাজ্যের উত্তর প্রান্তে।
advertisement
1/5

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : উত্তরবঙ্গের প্রবেশদ্বার। পাহাড়, ডুয়ার্স কিংবা সমতল—সব পথের মিলনবিন্দু এই শহর থেকেই এবার আরও এক ধাপ আধুনিক হচ্ছে উত্তরবঙ্গের যাত্রী পরিষেবা। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরই শিলিগুড়িকে কেন্দ্র করে যাত্রা শুরু করতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ছয়টি অত্যাধুনিক স্লিপার ভলভো বাস। দীর্ঘপথের যাত্রীদের স্বপ্নের আরাম এবার বাস্তব হতে চলেছে রাজ্যের উত্তর প্রান্তে।
advertisement
2/5
প্রায় ১১ কোটি ৩৬ লক্ষ টাকা ব্যয়ে কেনা এই ছয়টি স্লিপার ভলভো বাস উত্তরবঙ্গের গণপরিবহনে এক নতুন অধ্যায়ের সূচনা করছে। প্রতিটি বাসে থাকছে আধুনিক স্লিপার ব্যবস্থা, উন্নত সাসপেনশন ও নিরাপত্তা সুবিধা—যা রাতের যাত্রাকে করবে আরও আরামদায়ক। শিলিগুড়ি থেকে কলকাতা বা অন্যান্য দূরপাল্লার রুটে যাতায়াতকারী যাত্রীদের দীর্ঘদিনের দাবি ছিল এই ধরনের পরিষেবার, যা এবার পূরণ হতে চলেছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানিয়েছেন, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি থেকেই ভার্চুয়ালি এই নতুন বাসগুলির উদ্বোধন করবেন। প্রশাসনিকভাবে উদ্বোধন অনুষ্ঠান কোচবিহারে হলেও, পরিষেবার মূল কেন্দ্রবিন্দু হিসেবে গুরুত্ব পাচ্ছে শিলিগুড়ি। তাঁর কথায়, “শিলিগুড়িকে হাব করেই উত্তরবঙ্গের পরিবহন ব্যবস্থাকে আরও শক্তিশালী করা আমাদের লক্ষ্য।”ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
উদ্বোধনের দিন কোচবিহারের সেন্ট্রাল বাস টার্মিনাসে বাসগুলি রাখা থাকবে এবং সেখান থেকেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর ঘোষণা হবে। তবে পরিকল্পনা অনুযায়ী, শিলিগুড়িকে ঘিরেই বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে চলবে এই স্লিপার ভলভো বাস। ফলে পাহাড়, ডুয়ার্স কিংবা সমতলের সঙ্গে শিলিগুড়ির যোগাযোগ আরও দ্রুত ও আরামদায়ক হবে বলে আশা করা হচ্ছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
পরিবহন বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ শুধু যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়াবে না, বরং শিলিগুড়ির অর্থনৈতিক ও পর্যটন গুরুত্বকেও আরও বাড়িয়ে তুলবে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে শিলিগুড়ি এবার শুধু রেল ও সড়কের সংযোগস্থল নয়, আধুনিক গণপরিবহনেরও অন্যতম কেন্দ্র হয়ে উঠতে চলেছে—যার সুফল পাবেন লক্ষ লক্ষ যাত্রী।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
NBSTC AC Sleeper bus: পথে নামছে সরকারি এসি স্লিপার ভলভো বাস, কম খরচে ঘুরে আসুন পাহাড় থেকে ডুয়ার্স