Saraswati Puja 2026: সোনা-চাঁদির ঝলক নেই, ৭১ হাজার রুদ্রাক্ষেই অনন্য বীণাপাণী! নদিয়ার এই মণ্ডপে কমছেই না ভিড়
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Saraswati Puja 2026: প্রায় ৭১ হাজার রুদ্রাক্ষে সজ্জিত দেবী সরস্বতী এবং সম্পূর্ণ বাঁশ দিয়ে নির্মিত কেল্লার আদলে মণ্ডপে বড় চমক নদিয়ায়।
advertisement
1/6

সরস্বতী পুজো মানেই এখন নতুনত্বের ছোঁয়া। দুর্গাপুজোর মতোই থিম ও শৈল্পিক কারুকার্যে সমৃদ্ধ হয়ে উঠছে সরস্বতী পুজোর মণ্ডপ ও প্রতিমা। সেই ধারাবাহিকতায় এ বছর অভিনব ভাবনায় নজর কেড়েছে কৃষ্ণনগরের ক্লাব বীণাপাণী। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
advertisement
2/6
প্রায় ৭১ হাজার রুদ্রাক্ষে সুসজ্জিত দেবী সরস্বতী এবং সম্পূর্ণ বাঁশ দিয়ে নির্মিত কেল্লা আকৃতির মণ্ডপ গড়ে দর্শনার্থীদের বিস্মিত করছে তারা। ইতিমধ্যেই এই পুজো দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এবছর ক্লাব বীণাপাণীর পুজো ৩৬ বছরে পদার্পণ করল।
advertisement
3/6
ক্লাবের সদস্যদের দাবি, এই এলাকায় এই প্রথমবার রুদ্রাক্ষ দিয়ে এমন বিশাল আকারে দেবীর সাজ করা হয়েছে। দেবীর মূর্তির অলংকার, গলার মালা থেকে শুরু করে অন্যান্য শৈল্পিক অংশে নিখুঁতভাবে বসানো হয়েছে রুদ্রাক্ষ, যা দেবী মূর্তিকে দিয়েছে এক অনন্য রূপ।
advertisement
4/6
ক্লাবের অন্যতম সদস্য ও সমাজসেবক অভিজিৎ মণ্ডল জানান, “কৃষ্ণনগর ক্ষৌণীশ পার্কের পাশেই আমাদের ক্লাব। আমাদের পুজোর মূল আকর্ষণই হল মায়ের সাজ। আমরা প্রতিবছরই মণ্ডপসজ্জা ও প্রতিমায় নতুনত্ব আনার চেষ্টা করি। এ বছর রুদ্রাক্ষের সাজ করা হয়েছে, যা দর্শনার্থীদের ভাল লাগছে।”
advertisement
5/6
তিনি আরও জানান, পুজোর বেশিরভাগ খরচই ক্লাবের সদস্যরা বহন করেন। বড়দের পাশাপাশি ছোটরাও স্বতঃস্ফূর্তভাবে পুজোর কাজে অংশগ্রহণ করে।
advertisement
6/6
সব মিলিয়ে শিল্পীসত্ত্বা, আধ্যাত্মিকতা ও সামাজিক উদ্যোগের মেলবন্ধনে ক্লাব বীণাপাণীর এবছরের সরস্বতী পুজো হয়ে উঠেছে বিশেষ আকর্ষণের কেন্দ্র। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Saraswati Puja 2026: সোনা-চাঁদির ঝলক নেই, ৭১ হাজার রুদ্রাক্ষেই অনন্য বীণাপাণী! নদিয়ার এই মণ্ডপে কমছেই না ভিড়