TRENDING:

Nadia News: বাদামের খোলায় বিদ্যার দেবী! ১২ মিলিমিটারের সরস্বতী বানিয়ে রেকর্ড গড়লেন নবদ্বীপের শিল্পী, চিনে নিন সেই ব্যক্তিকে

Last Updated:
Nadia News: এর আগেও এই শিল্পী ধান, মুগডাল, চাল ও চকের উপর দেবদেবী ও মনীষীদের মূর্তি তৈরি করেছেন। এবার একটি বাদামের খোলার উপর মাত্র ১২ মিলিমিটারের দেবী সরস্বতীর মূর্তি তৈরি করে নজির গড়লেন।
advertisement
1/6
বাদামের খোলায় বিদ্যার দেবী! ১২ মিলিমিটারের সরস্বতী বানিয়ে রেকর্ড গড়লেন নবদ্বীপের শিল্পী
নবদ্বীপের শিল্পীর রেকর্ড। বাদামের খোলায় ১২ মিলিমিটারের দেবী সরস্বতী। সামান্য একটি বাদামের খোলার উপর মাত্র ১২ মিলিমিটারের দেবী সরস্বতীর মূর্তি তৈরি করে নজির গড়লেন নবদ্বীপের চিত্রশিল্পী ও অঙ্কন শিক্ষক গৌতম সাহা। (ছবি ও তথ্যঃ মৈনাক দেবনাথ)
advertisement
2/6
শিল্পীর এই ক্ষুদ্র শিল্পকর্মে মাটি ও রঙ ব্যবহার করে মা সরস্বতীর প্রতি তাঁর অগাধ শ্রদ্ধা ফুটিয়ে তোলা হয়েছে। এর আগেও গৌতমবাবু ধান, মুগডাল, চাল ও চকের উপর দেবদেবী ও মনীষীদের মূর্তি তৈরি করেছেন।
advertisement
3/6
তবে এবার নিজের রেকর্ড ভেঙে সবাইকে অবাক করেছেন। ৫৭ বছর বয়সী শিল্পী জানান, করোনা আবহ থেকে শুরু হওয়া এই ক্ষুদ্র শিল্পচর্চা তাঁর মানসিক অবসাদ দূর করেছে এবং এখন এটি তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
advertisement
4/6
যদিও এখনও আর্থিক সহায়তা পাননি শিল্পী। তবে তাঁর আশা, এই কাজ কোনও সংগ্রহশালা বা প্রদর্শনীতে স্থান পাবে এবং যারা আগ্রহী তাঁরা শিখতে পারবেন।
advertisement
5/6
নবদ্বীপ, শিক্ষা ও সংস্কৃতির পীঠস্থান হিসেবে পরিচিত। এই শহরের এক কোণে থাকা গৌতমবাবুর এই সৃষ্টি যেন প্রদীপের আলোয় ভেসে ওঠা অন্ধকারের মধ্যে একটি দীপ্তিময় নিদর্শন। শিল্পীর পরবর্তী লক্ষ্য আরও নতুন ও অনন্য ক্ষুদ্র শিল্পকর্ম তৈরি করা।
advertisement
6/6
এই বছর নবদ্বীপে বিভিন্ন স্কুল-কলেজ এবং ক্লাব, বারোয়ারীগুলিতে একের পর এক বিশালাকার সরস্বতী ঠাকুর শোভা পেয়েছে। এর মধ্যে সবচেয়ে ক্ষুদ্র এই সরস্বতী মূর্তি নিজের জায়গা দখল করে নিয়েছে অনেকটাই। (ছবি ও তথ্যঃ মৈনাক দেবনাথ)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Nadia News: বাদামের খোলায় বিদ্যার দেবী! ১২ মিলিমিটারের সরস্বতী বানিয়ে রেকর্ড গড়লেন নবদ্বীপের শিল্পী, চিনে নিন সেই ব্যক্তিকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল