TRENDING:

Basirhat Fire: গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড! বসিরহাটে ভস্মীভূত একের পর এক বাড়ি, ঘুমের মধ্যে সর্বস্বান্ত বহু পরিবার, দেখুন

Last Updated:
Basirhat Fire: রাতের অন্ধকারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল একের পর এক বাড়ি। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার টাকি পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে, হাসনাবাদ রেলস্টেশনের সন্নিকটে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
advertisement
1/6
গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড! বসিরহাটে ভস্মীভূত একের পর এক বাড়ি, দেখুন
রাতের অন্ধকারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল একের পর এক বাড়ি। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার টাকি পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে, হাসনাবাদ রেলস্টেশনের সন্নিকটে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। গভীর রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে চরম আতঙ্কের সৃষ্টি হয়। (ছবি ও তথ্য: জুলফিকার মোল্যা)
advertisement
2/6
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে একটি বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই সেই আগুন পাশের বাড়িগুলিতে ছড়িয়ে পড়ে। প্রবল বাতাস ও ঘন বসতির কারণে আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয় এবং পরপর ৮-১০টি বাড়ি আগুনে ক্ষতিগ্রস্ত হয়।
advertisement
3/6
ঘটনার সময় অধিকাংশ বাসিন্দাই গভীর ঘুমে ছিলেন। আগুনের তাপে ও ধোঁয়ায় হঠাৎ ঘুম ভেঙে যায় তাদের। প্রাণ বাঁচাতে অনেকেই ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। মহিলাদের কান্না ও শিশুদের চিৎকারে গোটা এলাকা রীতিমতো থমথমে হয়ে ওঠে।
advertisement
4/6
খবর পেয়ে স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। বালতি, জল ও যে যা পেরেছেন তাই নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলে। কিছুটা আগুন নিয়ন্ত্রণে আনার পর ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন।
advertisement
5/6
দমকলকর্মীদের দীর্ঘ চেষ্টায় শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে বহু বাড়ি কার্যত ভস্মীভূত হয়ে যায়। প্রাথমিকভাবে অনুমান, এই অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকার সম্পত্তি ক্ষয়ক্ষতি হয়েছে।
advertisement
6/6
কীভাবে এই আগুনের সূত্রপাত, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে দমকল দফতরের আধিকারিকরা ও হাসনাবাদ থানার পুলিশ। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। (ছবি ও তথ্য: জুলফিকার মোল্যা)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Basirhat Fire: গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড! বসিরহাটে ভস্মীভূত একের পর এক বাড়ি, ঘুমের মধ্যে সর্বস্বান্ত বহু পরিবার, দেখুন
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল