Makar Sankranti Weather Update: পৌষ পার্বণে গঙ্গাসাগরে সূর্যোদয়! কনকনে জলে পুণ্যস্নান? মকর সংক্রান্তিতে দিনভর কতটা হাড়কাঁপানো ঠান্ডা থাকবে, জানুন বড় আপডেট
- Reported by:Nawab Ayatulla Mallick
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Makar Sankranti Weather Update: মকর সংক্রান্তির প্রথম সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে শুরু হয়েছে ভক্তির পরিবেশ। জেলার বিভিন্ন জায়গা জুড়ে চলছে পুণ্যস্নান। শীতকে উপেক্ষা করেই চলছে এই স্নান।
advertisement
1/5

গঙ্গাসাগর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: মকর সংক্রান্তির প্রথম সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে শুরু হয়েছে ভক্তির পরিবেশ। জেলার বিভিন্ন জায়গা জুড়ে চলছে পুণ্যস্নান। শীতকে উপেক্ষা করেই চলছে এই স্নান। ছবি ও তথ্য: নবাব মল্লিক
advertisement
2/5
জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে কিছুটা কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ২২ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
3/5
পুণ্যস্নানের সঙ্গে জলের যোগ রয়েছে। ফলে জোয়ার ভাটার সময়ের দিকে লক্ষ রাখছেন অনেকেই। সকালেই জোয়ার থাকায় জলপথে পরিবহণের কোনও সমস্যা হচ্ছে না। পুণ্যস্নান করছেন মহানন্দে।
advertisement
4/5
বর্তমানে হিউমিডিটি থাকছে ৭৭%। ইউভি ইনডেক্স থাকছে ১। ঘন্টায় ১৮ কিলোমিটার বেগে উত্তরে হাওয়া বইছে। ফলে শীত আরও বেশি অনুভূত হচ্ছে। বৃষ্টিপাতের কোনোও সম্ভবনা নেই।
advertisement
5/5
আগামী ২-৩ দিনে আবহাওয়ার বিশেষ কোনোও পরিবর্তন হবেনা। তবে সংক্রান্তির পর আবার জাঁকিয়ে শীত পড়তে পারে। এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ফলে মনোরম আবহাওয়া থাকবে। ছবি ও তথ্য: নবাব মল্লিক
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Makar Sankranti Weather Update: পৌষ পার্বণে গঙ্গাসাগরে সূর্যোদয়! কনকনে জলে পুণ্যস্নান? মকর সংক্রান্তিতে দিনভর কতটা হাড়কাঁপানো ঠান্ডা থাকবে, জানুন বড় আপডেট