Makar Sankranti 2026: মকর সংক্রান্তিতে দিঘায় পূণ্যার্থীদের ঢল, কনকনে ঠান্ডা উপেক্ষা করে ঘাটে ঘাটে পুণ্যস্নান
- Reported by:Madan Maity
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Makar Sankranti 2026: মকর সংক্রান্তিতে কনকনে ঠান্ডা উপেক্ষা করে হাজার হাজার পূণ্যার্থী দিঘার সমুদ্রে পূণ্যস্নানে অংশ নেন। ওল্ড ও নিউ দিঘা ঘাটে ভিড়, নিরাপত্তায় কড়া ব্যবস্থা নিয়েছে প্রশাসন
advertisement
1/6

মকর সংক্রান্তি উপলক্ষে পূণ্যার্থীদের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে দিঘা। বুধবার ভোর থেকেই ওল্ড ও নিউ দিঘার ঘাটে ঘাটে স্নান করতে নামেন কয়েক হাজার পূণ্যার্থী। সমুদ্রপাড় জুড়ে দেখা যায় উৎসবের আমেজ। কনকনে ঠান্ডা উপেক্ষা করেই বহু মানুষ সমুদ্রে নেমে পূণ্যস্নান করেন। মকর সংক্রান্তির পবিত্র তিথিতে গঙ্গাসাগরের পাশাপাশি দিঘাকেও বেছে নিয়েছেন বহু পূণ্যার্থী। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই সৈকতে পূণ্যার্থীদের ঢল। (তথ্য ও ছবি : মদন মাইতি)
advertisement
2/6
শুধু দিঘা নয়, মকর সংক্রান্তি উপলক্ষে তাজপুর ও মন্দারমণিতেও পর্যটক ও পূণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। ভোরবেলা থেকেই উপকূলে হাজির পূণ্যার্থীরা। পরিবার-পরিজন নিয়ে অনেকেই একদিনের সফরে সমুদ্রস্নানে। নিরাপত্তা ব্যবস্থাও যথেষ্ট আঁটোসাটো রাখা হয়েছে। টানা কয়েকদিন বাদে মকর সংক্রান্তির দিনে দিঘা যেন চেনা ছন্দে।
advertisement
3/6
মকরস্নানে কোনও রকম দুর্ঘটনা এড়াতে তৎপর প্রশাসন। পুলিশের তরফে স্পিড বোট নিয়ে সমুদ্রে নজরদারি চালানো হয়েছে। সৈকত জুড়ে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক নলিয়া ও সিভিল ডিফেন্স কর্মী। । মাইকিং করে বারবার সতর্কবার্তা দেওয়া হয় পূণ্যার্থীদের। নিরাপদে পূণ্যস্নান নিশ্চিত করতেই এই কড়া ব্যবস্থা।
advertisement
4/6
শীতের ভরা মরশুমে, বিশেষ করে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত দিঘায় পর্যটকের সংখ্যা ছিল চোখে পড়ার মত। সেই সময় হোটেল ও সৈকত ছিল জমজমাট। কিন্তু জানুয়ারির প্রথম সপ্তাহ পেরোতেই দিঘার চেনা ছবি বদলে যায়। পর্যটক কমে গিয়ে খাঁ খাঁ অবস্থা তৈরি হয়। বুধবার মকর সংক্রান্তি উপলক্ষে সেই নীরব সৈকত আবার ভিড়ে পরিপূর্ণ হয়ে ওঠে।
advertisement
5/6
তবে মকর সংক্রান্তিতে ভিড় বাড়লেও মন খারাপ হোটেল ব্যবসায়ীদের। কারণ, পূণ্যার্থীদের বেশিরভাগই একদিনের ট্রিপে দিঘায় এসেছেন। ফলে হোটেল বুকিং তেমন বাড়েনি। দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী জানান, “ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত ভালো ব্যবসা হয়েছে। কিন্তু বর্তমানে পর্যটকের সংখ্যা অনেক কম। মকর সংক্রান্তির ভিড়ও হোটেলে তেমন বুকিং নেই।”
advertisement
6/6
বুধবার সকালে কনকনে ঠান্ডার মধ্যেই হাজার হাজার পূণ্যার্থী দিঘার সমুদ্রে পূণ্যস্নানে অংশ নেন। মকর সংক্রান্তি উপলক্ষে শঙ্করপুর ও দিঘা মোহনায় স্থানীয় মৎস্যজীবী সংগঠনের উদ্যোগে শুরু হয়েছে গঙ্গোৎসব। উপকূলের প্রায় সব এলাকায় যাতে ভিড়ের কারণে কোনও অসুবিধা না হয়, সে বিষয়ে সতর্ক প্রশাসন। পুলিশি নজরদারির পাশাপাশি স্বেচ্ছাসেবক দলও সক্রিয় রয়েছে। (তথ্য ও ছবি : মদন মাইতি)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Makar Sankranti 2026: মকর সংক্রান্তিতে দিঘায় পূণ্যার্থীদের ঢল, কনকনে ঠান্ডা উপেক্ষা করে ঘাটে ঘাটে পুণ্যস্নান