Saraswati Puja 2026: শিল্পে উঠে এল উদ্বাস্তু জীবনের লড়াই, কালনার সরস্বতী পুজোর থিম ‘কাঁটাতার’
- Reported by:Bonoarilal Chowdhury
- hyperlocal
- Published by:Riya Das
Last Updated:
Saraswati Puja 2026: মণ্ডপজুড়ে চিত্রিত হয়েছে ১৯৭১ সালে কাঁটাতার পেরিয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হওয়া উদ্বাস্তু মানুষদের জীবনসংগ্রাম।
advertisement
1/5

কালনার ঐতিহ্যবাহী সরস্বতী পুজো মানেই অভিনব ভাবনা ও শৈল্পিক উপস্থাপনার এক অনন্য প্রতিযোগিতা। পুজোর আর মাত্র একদিন বাকি থাকতেই প্রস্তুতির চূড়ান্ত ব্যস্ততায় মেতে উঠেছে কালনা শহরের প্রতিটি পুজো কমিটি। একে অপরকে থিমে টেক্কা দিতে শেষ মুহূর্তের কাজ চলছে জোরকদমে। এই আবহেই কালনার বকুলতলা এলাকার রুপালিকা ক্লাব এবছর তাদের মণ্ডপে তুলে ধরেছে এক ব্যতিক্রমী ও গভীর তাৎপর্যপূর্ণ থিম‘কাঁটাতার’। তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
2/5
এই থিমের মূল ভাবনায় তুলে ধরা হয়েছে ইতিহাসের এক যন্ত্রণাময় অধ্যায়। মণ্ডপজুড়ে চিত্রিত হয়েছে ১৯৭১ সালে কাঁটাতার পেরিয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হওয়া উদ্বাস্তু মানুষদের জীবনসংগ্রাম। নিজেদের ভিটেমাটি ছেড়ে সীমান্ত পেরিয়ে আসা মানুষের অসহায়তা, অনিশ্চয়তা আর বেঁচে থাকার লড়াইকে শিল্পী অত্যন্ত বাস্তবধর্মীভাবে তুলে ধরেছেন এই মণ্ডপে।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
3/5
কাঁটাতারের বেড়া, ক্লান্ত ও আতঙ্কিত মুখ, ক্ষুধার্ত মানুষের চোখে ভবিষ্যতের দুশ্চিন্তা, সব মিলিয়ে মণ্ডপে ঢুকলেই দর্শকদের সামনে ভেসে ওঠে সেই সময়ের বাস্তব ছবি। উদ্বাস্তু শিবিরের জীবনযাত্রা, খাদ্যাভাব, মানসিক টানাপোড়েন ও প্রতিদিনের সংগ্রাম অত্যন্ত সংবেদনশীলভাবে ফুটিয়ে তোলা হয়েছে শিল্পকর্মে। মণ্ডপজুড়ে তৈরি হয়েছে এক গভীর অনুভবের পরিবেশ, যা দর্শকদের ভাবিয়ে তুলছে।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
4/5
শিল্পীর কথায়, এই থিমের মাধ্যমে মানুষের অস্তিত্ব রক্ষার লড়াই এবং সীমান্তের দু’পাশে আটকে পড়া মানুষের মানসিক অবস্থাকে তুলে ধরাই ছিল মূল উদ্দেশ্য। ইতিহাসের সেই কঠিন সময়ে সাধারণ মানুষের যন্ত্রণার কথা নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এই ভাবনার জন্ম। শিল্পী জানান, বিষয়টিকে বাস্তব রূপ দিতে প্রতিটি খুঁটিনাটিতে বিশেষ নজর দেওয়া হয়েছে। তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
5/5
পুজো উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, প্রায় দেড় মাস ধরে শিল্পী অক্লান্ত পরিশ্রম করে এই থিমকে মণ্ডপে রূপ দিয়েছেন। তাঁদের মতে, রুপালিকা ক্লাবের এই প্রয়াস শুধুমাত্র শৈল্পিক উপস্থাপনাই নয়, ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়কে স্মরণ করানোর মাধ্যম। সব মিলিয়ে, কালনার সরস্বতী পুজোর মণ্ডপে রুপালিকা ক্লাবের ‘কাঁটাতার’ থিম দর্শকদের মনে গভীর ছাপ ফেলতে সক্ষম হয়েছে।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Saraswati Puja 2026: শিল্পে উঠে এল উদ্বাস্তু জীবনের লড়াই, কালনার সরস্বতী পুজোর থিম ‘কাঁটাতার’