Jungle Mahal Weather Update: আবহাওয়াই ব্যাপক বদল! বাড়ছে পারদ, জঙ্গলমহলে সকাল-সন্ধে ঠান্ডা, বেলা বাড়তেই গরম
- Reported by:Ranjan Chanda
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Jungle Mahal Weather Update: জঙ্গলমহলে বেশ কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ বেশ পড়েছিল। তাপমাত্রা নামতে নামতে পৌঁছেছিল ১০ ডিগ্রির নিচে। জঙ্গলমহলের জেলাগুলো যেমন, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার তাপমাত্রা কমেছিল বেশ। তবে হঠাৎই বাড়ছে পারদ। শনিবার দুপুরের পর থেকে জঙ্গলমহলে তাপমাত্রা বেশ বেড়েছে।
advertisement
1/6

(ছবি ও তথ্য: রঞ্জন চন্দ)" width="1500" height="1000" /> জঙ্গলমহলে বেশ কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ বেশ পড়েছিল। তাপমাত্রা নামতে নামতে পৌঁছেছিল ১০ ডিগ্রির নিচে। জঙ্গলমহলের জেলাগুলো যেমন, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার তাপমাত্রা কমেছিল বেশ। তবে হঠাৎই বাড়ছে পারদ। শনিবার দুপুরের পর থেকে জঙ্গলমহলে তাপমাত্রা বেশ বেড়েছে। রবিবার সকাল থেকে বিভিন্ন জায়গায় রোদ ঝলমলে আবহাওয়া ছিল। ঠান্ডাও বেশ কমেছে। মাঘ মাস শুরু হতেই বদলে যাচ্ছে আবহাওয়া।(ছবি ও তথ্য: রঞ্জন চন্দ)
advertisement
2/6
যদিও রবিবার জঙ্গলমহল ঝাড়গ্রামের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৯ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি। স্থানীয় হাওয়া অফিস সূত্রে খবর সপ্তাহ জুড়ে একই তাপমাত্রা বজায় থাকবে। তবে জঙ্গলমহলের তাপমাত্রা হালকা বাড়বে বলে মত আবহাওয়া দফতরের।
advertisement
3/6
সবুজ পরিবেশ এবং প্রাকৃতিক কারণে অন্যান্য জায়গা তুলনায় জঙ্গলমহল ঝাড়গ্রামে তাপমাত্রা নিম্নমুখী থাকে। তবে এদিন সকাল থেকে জেলা জুড়ে হালকা কুয়াশা দাপট ছিল ভোর নাগাদ। একইভাবে পার্শ্ববর্তী জেলাগুলিতেও সামান্য বেড়েছে তাপমাত্রা, তবে ঠান্ডা পুরোপুরি কাটেনি।
advertisement
4/6
শনিবার বিকেল থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হলেও সপ্তাহ জুড়ে তাপমাত্রার পারদ বাড়ার কথা শুনিয়েছে হাওয়া অফিস। রবিবার সকাল থেকে জেলা জুড়ে ফুরফুরে ঠান্ডা হাওয়া বইছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় গত সপ্তাহের মতো একই আবহাওয়া রয়েছে। বীরভূমের শ্রীনিকেতনের তাপমাত্রা সর্বোচ্চ ২৪ সর্বনিম্ন ১১ ডিগ্রি। বর্ধমানের তাপমাত্রা সর্বোচ্চ ২৬ সর্বনিম্ন ১২ ডিগ্রি।
advertisement
5/6
একইভাবে দক্ষিণবঙ্গ জুড়ে একই রকম আবহাওয়া রয়েছে। মকর সংক্রান্তির পর থেকে বেড়েছে তাপমাত্রা। পশ্চিম মেদিনীপুর জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি। একই তাপমাত্রা সৈকত শহর পূর্ব মেদিনীপুরেও। পূর্ব মেদিনীপুরের হলদিয়াতে সর্বোচ্চ ২৬ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৩.১ ডিগ্রি। একইভাবে সৈকত শহর দিঘাতে সর্বোচ্চ ২৪ এবং সর্বনিম্ন ১১.৪। অন্যদিকে বাঁকুড়া জেলার তাপমাত্রা রয়েছে ২৬ ডিগ্রি এবং সর্বনিম্ন ৯.৫ ডিগ্রি। জঙ্গলমহল পুরুলিয়ার তাপমাত্রা রয়েছে সর্বোচ্চ ২৬ ডিগ্রি এবং সর্বনিম্ন ১১ ডিগ্রি। যেখানে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার তাপমাত্রা এমনিতেই অন্য জায়গার তুলনায় কম থাকে সেখানে ভোল বদলেছে আবহাওয়া।
advertisement
6/6
(ছবি ও তথ্য: রঞ্জন চন্দ)" width="1500" height="1000" /> বেলা বাড়তেই বাড়ছে রোদের পরিমাণ। হাওয়া অফিস সূত্রে খবর চলতি সপ্তাহ জুড়ে একই আবহাওয়া বজায় থাকবে।(ছবি ও তথ্য: রঞ্জন চন্দ)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Jungle Mahal Weather Update: আবহাওয়াই ব্যাপক বদল! বাড়ছে পারদ, জঙ্গলমহলে সকাল-সন্ধে ঠান্ডা, বেলা বাড়তেই গরম