TRENDING:

Jhargram Weather Today: জঙ্গলমহলের ঝাড়গ্রাম থেকে উধাও ঠান্ডা! কী হতে চলেছে আগামী কয়েক দিন জানিয়ে দিল আবহাওয়া দফতর

Last Updated:
Jhargram Weather Today: টানা কনকনে ঠান্ডার পর অবশেষে ঝাড়গ্রাম থেকে উধাও হল কনকনে শীতের আমেজ। রবিবারের পর সোমবারও সেই ভাবে ঠান্ডা নেই জঙ্গলমহলের ঝাড়গ্রামে। কেবলমাত্র রাতে ও সকালের দিকে একটু ঠান্ডা থাকছে। পাশাপাশি কুয়াশাও এখন লক্ষ্য করা যাচ্ছে না।
advertisement
1/5
জঙ্গলমহলের ঝাড়গ্রাম থেকে উধাও ঠান্ডা! কী হতে চলেছে আগামী কয়েক দিন জানিয়ে দিল দফতর
টানা কনকনে ঠান্ডার পর অবশেষে ঝাড়গ্রাম থেকে উধাও হল কনকনে শীতের আমেজ। রবিবারের পর সোমবারও সেই ভাবে ঠান্ডা নেই জঙ্গলমহলের ঝাড়গ্রামে। কেবলমাত্র রাতে ও সকালের দিকে একটু ঠান্ডা থাকছে। পাশাপাশি কুয়াশাও এখন লক্ষ্য করা যাচ্ছে না।
advertisement
2/5
গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যখন তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী ছিল তখনও শীতের আমেজ বজায় ছিল ঝাড়গ্রামে। তবে গত শনিবার থেকে পরিস্থিতির বদল হয়েছে, অন্যান্য জেলার মতোই ঝাড়গ্রামেও বাড়ছে তাপমাত্রার পারদ।
advertisement
3/5
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে যে রিপোর্ট পাওয়া গিয়েছে তা থেকে জানা যাচ্ছে, রবিবার ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস, সোমবার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ১১.৮ ডিগ্রিতে পৌঁছেছে। স্বাভাবিকভাবেই গত কয়েক দিনের তুলনায় অনেকটাই পারদ বৃদ্ধি পেয়েছে ঝাড়গ্রামে।
advertisement
4/5
সোমবার সকাল থেকে হালকা শীতের আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই শীতের আমেজ উধাও হতে শুরু করেছে। সেদিন কুয়াশা সেই ভাবে না থাকার কারণে রোদ ঝলমলে দিনের দেখাও মিলেছে। এমন পরিস্থিতিতে আগামী কয়েক দিন ঝাড়গ্রামের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।
advertisement
5/5
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত ঝাড়গ্রামের আবহাওয়া শুষ্ক থাকবে। কুয়াশার দেখা মিলতে পারে কোনও কোনও দিন। কুয়াশার দেখা মিললে দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটারে নামতে পারে। এছাড়াও জানানো হয়েছে ঝাড়গ্রামের সর্বোচ্চ ও সর্বনিম্ন উভয়ই তাপমাত্রা বুধবার পর্যন্ত ঊর্ধ্বমুখী হতে পারে, বৃহস্পতিবার পুনরায় সামান্য পারদের পতন লক্ষ্য করা যেতে পারে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Jhargram Weather Today: জঙ্গলমহলের ঝাড়গ্রাম থেকে উধাও ঠান্ডা! কী হতে চলেছে আগামী কয়েক দিন জানিয়ে দিল আবহাওয়া দফতর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল