TRENDING:

Jalpaiguri Utsav: সংস্কৃতি, বিনোদন আর স্বাদের মিলনে মেগা হিট! শহরের নতুন আকর্ষণ 'জলপাইগুড়ি উৎসব', আনন্দে মাতোয়ারা আট থেকে আশি

Last Updated:
Jalpaiguri Utsav: জলপাইগুড়ি উৎসবকে কেন্দ্র করে শহরবাসীর পাশাপাশি দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
advertisement
1/5
সংস্কৃতি, বিনোদন আর স্বাদের মিলনে মেগা হিট! শহরের নতুন আকর্ষণ 'জলপাইগুড়ি উৎসব'
সকাল থেকেই উৎসবের রঙে রাঙা জলপাইগুড়ি। শহরবাসীকে খুশি করতে দ্বিতীয় বর্ষের জমজমাট হ্যাপি স্ট্রিটের আয়োজন। সংস্কৃতি-স্বাদের মেলবন্ধনে সকাল থেকেই উৎসবের আবহে ভরে উঠেছে জলপাইগুড়ি শহর। জুবিলি পার্ক এলাকা থেকে শুরু করে জেলাশাসকের দফতর চত্বর পর্যন্ত সুসজ্জিত আলো, রঙিন ব্যানার ও সাজসজ্জায় যেন নতুন রূপ নিয়েছে গোটা শহর। (ছবি ও তথ্যঃ সুরজিৎ দে)
advertisement
2/5
জলপাইগুড়ি উৎসবকে কেন্দ্র করে শহরবাসীর পাশাপাশি দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। শিশুদের আনন্দের কথা মাথায় রেখে উৎসবে রাখা হয়েছে আধুনিক বিনোদনের নানা আয়োজন। মিকি মাউস সহ জনপ্রিয় কার্টুন চরিত্রদের উপস্থিতিতে খুদেদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। পাশাপাশি রয়েছে বাচ্চাদের জন্য মনগড়া ও সৃজনশীল খেলার সামগ্রী, যা ছোটদের মন জয় করেছে।
advertisement
3/5
উৎসবের সাংস্কৃতিক মঞ্চে ধরা পড়ছে উত্তরবঙ্গের বৈচিত্র্য ও ভারতের নানা রাজ্যের সংস্কৃতি। আসামের বিহু নৃত্য থেকে শুরু করে রাজস্থানের ঐতিহ্যবাহী লোকনৃত্য— সব মিলিয়ে এক অনন্য সাংস্কৃতিক মিলনমেলা তৈরি হয়েছে। ভিন্ন ভিন্ন স্বাদের নৃত্য ও সঙ্গীতানুষ্ঠান দর্শনার্থীরা উপভোগ করছেন। খাবারের দিক থেকেও এই উৎসব ভরপুর। উত্তরবঙ্গের বিভিন্ন চা-স্টল, স্থানীয় খাবার এবং নানান রকম মুখরোচক খাদ্যসামগ্রী দর্শনার্থীদের আকর্ষণ করছে।
advertisement
4/5
এছাড়াও উৎসবে রয়েছে কোমর দোলানোর ব্যবস্থা, জু এবং দর্শনার্থীদের অনুভূতি প্রকাশের জন্য বিশেষভাবে তৈরি ‘মনের কথা দেওয়াল’। সকাল থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে এই জলপাইগুড়ি উৎসব। জেলাশাসকের হাত দিয়ে ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করা হয়।
advertisement
5/5
সব মিলিয়ে সংস্কৃতি, বিনোদন ও স্বাদের মেলবন্ধনে জলপাইগুড়ি উৎসব এখন শহরের অন্যতম প্রধান আকর্ষণে পরিণত হয়েছে। (ছবি ও তথ্যঃ সুরজিৎ দে)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Jalpaiguri Utsav: সংস্কৃতি, বিনোদন আর স্বাদের মিলনে মেগা হিট! শহরের নতুন আকর্ষণ 'জলপাইগুড়ি উৎসব', আনন্দে মাতোয়ারা আট থেকে আশি
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল