TRENDING:

Picnic Spot: বন্ধ হয়ে গেল ডুয়ার্সের জনপ্রিয় পিকনিক স্পট, এই নিয়ে দ্বিতীয়! বন দফতরের বড় সিদ্ধান্তে সুরক্ষিত থাকবেন অনেকেই

Last Updated:
Jalpaiguri Picnic Spot: বুনো হাতির তাণ্ডব, বন্ধ পিকনিক, ডুয়ার্সে এই স্থানে আর করা যাবে না পিকনিক। কারণ বুনো হাতির আক্রমণে বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে স্থানীয় বাসিন্দারা, তাই আগেভাগেই প্রশাসন বন্ধ করল পিকনিক স্পট।
advertisement
1/5
বন্ধ হয়ে গেল ডুয়ার্সের জনপ্রিয় পিকনিক স্পট!বন দফতরের বড় সিদ্ধান্তে সুরক্ষিত থাকবে অনেকেই
বুনো হাতির তাণ্ডব, বন্ধ পিকনিক, ডুয়ার্সে এই স্থানে আর করা যাবে না পিকনিক। কারণ বুনো হাতির আক্রমণে বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে স্থানীয় বাসিন্দারা, তাই আগেভাগেই প্রশাসন বন্ধ করল পিকনিক স্পট। (ছবি ও তথ্য: সুরজিৎ দে)
advertisement
2/5
চালসার মহাবাড়ি সংলগ্ন মূর্তি নদীর ধারে পিকনিকের উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। প্রশাসনের তৎপরতায় বহু আগেই উত্তর ধূপঝোরা সংলগ্ন মূর্তি নদীতে পিকনিক বন্ধ করে দেওয়া হয়েছিল। চলতি বছরে সেই তালিকায় যুক্ত হল চালসার মহাবাড়ি সংলগ্ন মূর্তি নদী এলাকাও।
advertisement
3/5
ওই এলাকায় বনভোজনের উদ্দেশ্যে এসে নিষেধাজ্ঞার কারণে অনেকই ফিরে যেতে বাধ্য হচ্ছে। ডুয়ার্সের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত চালসা ও তার পার্শ্ববর্তী এলাকায় দীর্ঘদিন ধরেই দুটি পিকনিক স্পট জনপ্রিয় ছিল। তবে বন দফতরের কড়াকড়ি নজরদারিতে বর্তমানে সেই দুই জায়গাতেই পিকনিক সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
advertisement
4/5
চালসা রেঞ্জের রেঞ্জার সাম্য রায় জানান, চালসা সংলগ্ন মহাবাড়ি ও পানঝোরা এলাকা দিয়ে প্রবাহিত মূর্তি নদীর তীরবর্তী অঞ্চলটি হাতির চলাচলের একটি গুরুত্বপূর্ণ করিডর। দিনের আলোতেও প্রায়শই এই এলাকায় হাতির উপস্থিতি দেখা যায়, যা মানুষ ও হাতির সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তোলে।
advertisement
5/5
তিনি আরও বলেন, মেটেলি ব্লকের জঙ্গলঘেঁষা বিভিন্ন এলাকায় অতীতে একাধিকবার মানুষ–হাতি সংঘাতে প্রাণহানির ঘটনা ঘটেছে। সেই ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধ করতেই এ বছর থেকে চালসা মহাবাড়ি সংলগ্ন মূর্তি নদীতে বনভোজন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন দফতরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরিবেশপ্রেমীরা। (ছবি ও তথ্য: সুরজিৎ দে)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Picnic Spot: বন্ধ হয়ে গেল ডুয়ার্সের জনপ্রিয় পিকনিক স্পট, এই নিয়ে দ্বিতীয়! বন দফতরের বড় সিদ্ধান্তে সুরক্ষিত থাকবেন অনেকেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল