Jalpaiguri News: থমকে গেল জাতীয় সড়ক, লাটাগুড়ির জঙ্গলে হঠাৎ ‘রোড শো’ দাঁতালের! বিশাল হাতি দেখে পর্যটকদের উল্লাস
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Jalpaiguri News: প্রজাতন্ত্র দিবসের সকালে জাতীয় সড়কে স্তব্ধ যান চলাচল, রাস্তায আটকে দাঁড়িয়ে দাঁতাল। খুশি পর্যটকরা।
advertisement
1/5

প্রজাতন্ত্র দিবসের সকালে জাতীয় সড়কে স্তব্ধ যান চলাচল! রাস্তায় যে নেমেছে দাঁতালের দল। আর এতেই থমকে গেল যান চলাচল। জলপাইগুড়িতে ফের যেন জাতীয় সড়ক অবরোধ করল বুনো হাতি। (ছবি ও থ্য - সুরজিৎ দে)
advertisement
2/5
সপ্তাহের শুরুর দিনেই প্রজাতন্ত্র দিবসের সাত সকালে গরুমারা অভয়ারণ্য ও লাটাগুড়ি বনাঞ্চলের মধ্য দিয়ে বয়ে যাওয়া জাতীয় সড়কে আচমকাই দাঁড়িয়ে পড়ে একটি বিশাল দাঁতাল। ফলে মুহূর্তের মধ্যেই সড়কের দু’ধারে আটকে পড়ে বহু গাড়ি।
advertisement
3/5
চালসা থেকে লাটাগুড়ির অভিমুখে যাওয়া এই জাতীয় সড়কের প্রায় ১১ কিলোমিটার অংশ বনাঞ্চলের মধ্যে পড়েছে। এই পথেই মাঝেমধ্যেই দিনের আলোয় রাস্তা আটকে দাঁড়াতে দেখা যায় বুনো হাতিদের। এদিন সকালে মহাকাল ধাম সংলগ্ন এলাকায় সড়কের ওপর দাঁড়িয়ে পড়ে ওই দাঁতালটি। প্রায় ১৫ থেকে ২০ মিনিট ধরে হাতিটি সড়কের উপর অবস্থান করায় সম্পূর্ণ বন্ধ হয়ে যায় যান চলাচল।
advertisement
4/5
হঠাৎ সামনে বুনো হাতিকে দেখে অনেক যাত্রী ও পর্যটক মোবাইলে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। যদিও বনকর্মী ও স্থানীয়দের সতর্কতার কারণে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিছুক্ষণ পরে হাতিটি নিজে থেকেই ধীরে ধীরে বনাঞ্চলের ভিতরে ঢুকে পড়ে। এরপর ফের স্বাভাবিক হয় যান চলাচল।
advertisement
5/5
প্রজাতন্ত্র দিবসের সকালে চোখের সামনে বুনো হাতিকে দেখতে পেয়ে খুশি পর্যটকদের একাংশ। তবে স্থানীয়দের মতে, এই জাতীয় ঘটনায় যেমন পর্যটকদের আগ্রহ বাড়ে, তেমনই দুর্ঘটনার আশঙ্কাও থেকে যায়। তাঁদের দাবি, বনাঞ্চল সংলগ্ন জাতীয় সড়কে যান চলাচলের সময় আরও সতর্কতা ও পর্যাপ্ত নজরদারি প্রয়োজন। যদিও এদিন বড়সড় কোনও ক্ষয়ক্ষতি না হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পথচারী ও চালকরা। (ছবি ও থ্য - সুরজিৎ দে)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Jalpaiguri News: থমকে গেল জাতীয় সড়ক, লাটাগুড়ির জঙ্গলে হঠাৎ ‘রোড শো’ দাঁতালের! বিশাল হাতি দেখে পর্যটকদের উল্লাস