TRENDING:

কখন ঢুকেছিল, কী বলেছিল...? I-PAC-এর সেক্টর-5 এর অফিসের দুই কর্মীর বয়ান রেকর্ড করল পুলিশ, রেকর্ড করা হল নিরাপত্তারক্ষীর বয়ানও!

Last Updated:
IPAC ED Raid: 'আইপ্যাক'-এর সল্টলেক সেক্টর ফাইভের অফিসের দুই কর্মীর বয়ান রেকর্ড করল পুলিশ। বয়ান রেকর্ড করা হল এক নিরাপত্তা কর্মীরও। ওই দিন কখন ঢুকেছিল, কী বলেছিল, সেখানে কী কী ঘটনা ঘটেছে সমস্ত কিছুই জানতে চেয়েছে পুলিশ। এমনটাই পুলিশ সূত্রের খবর।
advertisement
1/7
কখন ঢুকেছিল, কী বলেছিল...? I-PAC-এর সেক্টর-5 এর অফিসের দুই কর্মীর বয়ান রেকর্ড করল পুলিশ
তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা 'আইপ্যাক'-এর সল্টলেক সেক্টর ফাইভের অফিসের দুই কর্মীর বয়ান রেকর্ড করল পুলিশ। বয়ান রেকর্ড করা হল এক নিরাপত্তা কর্মীরও। ওই দিন কখন ঢুকেছিল, কী বলেছিল, সেখানে কী কী ঘটনা ঘটেছে সমস্ত কিছুই জানতে চেয়েছে পুলিশ। এমনটাই পুলিশ সূত্রের খবর।
advertisement
2/7
প্রসঙ্গত, আইপ্যাকের সল্টলেকের সেক্টর ফাইভের দফতরে গত বৃহস্পতিবার সকালে হানা দেয় ইডি। দিল্লি থেকে ওই অভিযানের জন্য বিশেষ দল আসে বলে তদন্তকারী সংস্থা সূত্রের খবর। সেই সময় ইডি-র আধিকারিকেরা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতেও যান। সেখানেও তল্লাশি চলে।
advertisement
3/7
ইডি সূত্রের খবর, কয়লাপাচার কাণ্ডে দিল্লিতে নথিভুক্ত এক পুরনো মামলার জন্যই এই অভিযান চালায় ইডি। ওই মামলায় বেশকিছু লেনদেনের সূত্রে আইপ্যাকের নাম উঠে আসে বলে ইডি সূত্রের খবর।
advertisement
4/7
ইডির তল্লাশি প্রসঙ্গে সোমবার কলকাতার মিলনমেলা প্রাঙ্গনে ডিজিটাল কনক্লেভে অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় অভিযোগ তুলে বলেন, "তৃণমূলের তথ্য চুরি করতেই প্রতীকের বাড়িতে তল্লাশি চালায় ইডি।" তিনি আরও বলেন, ‘‘কয়লাকাণ্ডে তল্লাশি চালাতে এসেছিল ইডি। যে মামলায় গত তিন বছরে কাউকে কোনও সমন করেনি তারা। আসতেই পারে। কিন্তু ওদের উদ্দেশ্য ছিল তথ্য চুরি করা।’’
advertisement
5/7
একইসঙ্গে অভিষেকের যুক্তি, ‘‘আইপ্যাকের তিন জন ডিরেক্টর। এক জন কলকাতায় বসেন, এক জন হায়দরাবাদে বসেন, এক জন দিল্লিতে। কেন বেছে বেছে কলকাতায় তল্লাশি চালানো হল। ডিরেক্টরের বাড়িতে যদি তল্লাশি হয়, কেন দফতরে যাবে ইডি?’’ অভিষেকের প্রশ্ন, অন্য রাজ্যে আইপ্যাকের দফতরে কেন গেল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
advertisement
6/7
অন্যদিকে ইতিমধ্যেই আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে রাজ্যের বিরুদ্ধে জোড়া মামলা দায়ের করেছে ইডি। এক্ষেত্রে একটি মামলা দায়ের হয়েছে ইডির তরফে ও অন্য একটি মামলা দায়ের করা হয়েছে ইডির তিন আধিকারিকের তরফে।
advertisement
7/7
দুই মামলাতেই রাজ্য সরকারের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা পুলিশ কমিশনারের নাম যুক্ত করা হয়েছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
কখন ঢুকেছিল, কী বলেছিল...? I-PAC-এর সেক্টর-5 এর অফিসের দুই কর্মীর বয়ান রেকর্ড করল পুলিশ, রেকর্ড করা হল নিরাপত্তারক্ষীর বয়ানও!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল