চলন্ত ট্রেনে পাথর ছোঁড়ে কারা...? চাঞ্চল্যকর 'অনুসন্ধান' রেলের! ৩২ জনক গ্রেফতার করল খড়্গপুর RPF
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Indian Railways: গত একবছরে রেলের খড়গপুর ডিভিশনের বিভিন্ন শাখায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা প্রায়ই ঘটেছে। এতে যাত্রীদের বিশেষ কোনও ক্ষতি না হলেও ট্রেনের ক্ষতি হয়েছে বহুল ক্ষেত্রে।
advertisement
1/7

চলন্ত ট্রেনে পাথর ছোঁড়ার ঘটনায় দেশ জুড়ে ২৬টি মামলা দায়ের করা হয়েছে। আর গ্রেফতার করা হয়েছে মোট ৩২ জনকে। যার মধ্যে নাবালকের সংখ্যা বেশ উল্লেখযোগ্য। আর তাই নিয়েই বাড়ছে উদ্বেগ।
advertisement
2/7
আরপিএফের খড়গপুর ডিভিশনের সিনিয়র সিকিউরিটি কমিশনার প্রকাশ কুমার পাণ্ডা এই প্রসঙ্গে বললেন, "বাচ্চারা সাধারণভাবে না বুঝে খেলার ছলে এই ধরনের ঘটনা ঘটায়। কিন্তু পরে ঘটনার তদন্ত করে আমরা তাদের চিহ্নিত করতে পারি। তাদের তো ধরা হয়ই। তার সঙ্গে অভিভাবকদের আদালতে হাজির করিয়ে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর সন্তানরা ঘটাবে না এইরকম একটি মুচলেকা লিখিয়ে মুক্তি দেওয়া হয়।"
advertisement
3/7
পাশাপাশি 'অপারেশন জন জাগুরকতা' কর্মসূচিতে এই ধরনের ঘটনা যেখানে ঘটে, সেখানে রেলের কর্মীরা গ্রামে গিয়ে চিহ্নিত হওয়া পাথর নিক্ষেপকারীদের বাড়িতে পৌঁছে সচেতন করেন। তবে এই মুহূর্তে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় রাশ টানতে আরপিএফের খড়গপুর ডিভিশন সৌর নির্ভর ক্যামেরা বা সোলার ক্যামেরা লাগানো শুরু করেছে।
advertisement
4/7
গত একবছরে রেলের খড়গপুর ডিভিশনের বিভিন্ন শাখায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা প্রায়ই ঘটেছে। এতে যাত্রীদের বিশেষ কোনও ক্ষতি না হলেও ট্রেনের ক্ষতি হয়েছে বহুল ক্ষেত্রে। আর পাথর নিক্ষেপকারীদের মধ্যে অনেক নাবালক ও কিশোর থাকে। যাদের ধরা হলেও আদালতে তাদের অভিভাবকদের পেশ করা হয়।
advertisement
5/7
রেল সূত্রে খবর, আদালতে এইসব নাবালকদের অভিভাবকদের মুচলেকা নিয়ে ছাড়া হয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে যে, ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর ঘটাবে না তাঁদের সন্তানরা। যদি ঘটায় তাহলে তার জন্য অভিভাবকরা নিজেরা দায়ী থাকবেন।
advertisement
6/7
২০২৫ সালের জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ট্রেনে পাথর ছোড়ার মোট ১৬৯৮ টি মামলা দায়ের হয়েছে। গোটা ভারতের রেল নেটওয়ার্ক জুড়ে মাত্র ৬ মাসে এতগুলো ট্রেনে পাথর ছোড়ার মতো গুরুতর ঘটনা ঘটেছে।
advertisement
7/7
ঘটনায় ট্রেন কতটা ক্ষতিগ্রস্থ হয়েছে, তার ওপর ভিত্তি করে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ও তাদের শাস্তি ও হয়েছে। আগামী দিনে এই বিষয়ে আরও কড়া পদক্ষেপের ব্যাপারে ভাবনা-চিন্তা করছে রেল।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
চলন্ত ট্রেনে পাথর ছোঁড়ে কারা...? চাঞ্চল্যকর 'অনুসন্ধান' রেলের! ৩২ জনক গ্রেফতার করল খড়্গপুর RPF